প্রাইমারি টেটে ভুল প্রশ্নের উত্তর লিখলে ফুল নম্বর, রায় হাইকোর্টের
সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরই এই ইস্যুতে মামলা দায়ের করেন ১০০ জন পরীক্ষার্থী।
নিজস্ব প্রতিবেদন: প্রাইমারি টেটে ভুল প্রশ্নের উত্তর লিখলে দিতে হবে ফুল নম্বর। ২০১৫-র টেট পরীক্ষায় রায় দিল হাইকোর্ট। প্রাইমারি শিক্ষা পর্ষদকে আদালতের নির্দেশ, টেটে পাশ করলে দিতে হবে চাকরি।
২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল ২০১৫ সালের ১১ অক্টোবর। সেই পরীক্ষায় ১১ টি প্রশ্নের বিকল্প উত্তর ভুল ছিল।
আরও পড়ুন: ১১টি প্রশ্নের 'ভুল'কে স্বীকৃতি, হাইকোর্টের নির্দেশে প্রশ্নের মুখে ২০১৪-র প্রাইমারি টেট
সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরই এই ইস্যুতে মামলা দায়ের করেন ১০০ জন পরীক্ষার্থী। এই পরীক্ষার্থীদের সবাই ২০১৪ প্রাইমারি টেটে অকৃতকার্য হয়েছিলেন। প্রশ্নপত্র যাচাইয়ের দাবি তোলেন তাঁরা।
মামলার দীর্ঘ শুনানির পর ২১ জুন আদালত আদালত বিশ্বভারতীর উপাচার্যকে দায়িত্ব দেন প্রশ্নোত্তর খতিয়ে দেখতে। বিশ্বভারতীর উপাচার্যকে কমিটি গড়ে, কোনটা ঠিক উত্তর, আর কোনটি ভুল, তা রিপোর্ট আকারে জমা দিতে নির্দেশ দেন। মুখ বন্ধ খামে ১৯ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হয় কমিটিকে। এরপর ওই ১১ টি প্রশ্নের ‘ভুল’ স্বীকৃতি দেয় কলকাতা হাইকোর্ট। ১৯ সেপ্টেম্বর রিপোর্ট খতিয়ে দেখার পর হাইকোর্ট বুধবার জানিয়ে দেয়, ২০১৫ সালের প্রাইমারি টেটে ওই ১১ টি প্রশ্নের উত্তর ভুল লিখলে দিতে হবে ফুল নম্বর। টেটে পাশ করলে দিতে হবে চাকরি।