মহাপঞ্চমী! আজ পুজো নিয়ে রায়ের পুনর্বিবেচনা করবে হাইকোর্ট

একেবারে শেষ মুহূর্তে এই রায়ের কারণে নানা সমস্যার কথাও তুলে ধরেন উদ্যোক্তারা। 

Updated By: Oct 21, 2020, 10:08 AM IST
মহাপঞ্চমী! আজ পুজো নিয়ে রায়ের পুনর্বিবেচনা করবে হাইকোর্ট
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: পুজোর রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে আজ ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ফোরাম ফর দুর্গোত্সব কমিটি। করোনা আবহেই এবারের দুর্গাপুজো। আর তাই হাইকোর্ট চায় মণ্ডপ হোক দর্শকশূন্য। কতজন উদ্যোক্তা থাকতে পারবেন, তাও বেঁধে দিয়েছে আদালত। একেবারে শেষ মুহূর্তে এই রায়ের কারণে নানা সমস্যার কথাও তুলে ধরেন উদ্যোক্তারা।

এই রায়ে বেশির ভাগ পুজো সংগঠনগুলি আশাহত। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আর্জি জানানো হয়েছে। আবেদন গ্রহণও করেছে আদালত। আজ মামলার শুনানি। ফোরাম ফর দুর্গাত্সবের পক্ষে মামলা লড়বেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুজো মামলায় যোগ দিতে চেয়ে আবেদন জানিয়েছে চিকিত্সকদের ফোরাম। তাদের বক্তব্য সোমবার সঠিক রায় দিয়েছে আদালত। পুনর্বিবেচনার প্রয়োজন নেই বলেই মনে করে চিকিত্সকদের ফোরাম। 

ফোরাম ফর দুর্গাত্সবের পক্ষে মামলা লড়বেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুজো মামলায় যোগ দিতে চেয়ে আবেদন জানিয়েছে চিকিত্সকদের ফোরাম। তাদের বক্তব্য সোমবার সঠিক রায় দিয়েছে আদালত। পুনর্বিবেচনার প্রয়োজন নেই বলেই মনে করে চিকিত্সকদের ফোরাম। 

Tags:
.