করোনা-আবহে কেমন আছে ডুয়ার্স? খতিয়ে দেখা হচ্ছে পর্যটন-পরিকাঠামো
করোনা-পর্বে মুখ থুবড়ে পড়েছে ডুয়ার্সের পর্যটন ব্যবসা।
নিজস্ব প্রতিবেদন: করোনার জেরে রাজ্য জুড়ে দীর্ঘদিন ধরে ঝিমিয়ে রয়েছে পর্যটন। পর্যটন ব্যবসা ধুঁকছে ডুয়ার্সেও। এবার সেখানে নতুন করে উদ্দীপনা আনতে নিজেরাই উদ্যোগ নিয়ে সরেজমিনে স্পটের খুঁটিনাটি পরিকাঠামো খতিয়ে দেখতে বেরিয়ে পড়েছেন ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।
করোনা-পর্বে (Covid) পর্যটন তীব্র ভাবে ধাক্কা খেয়েছে। রিসর্ট মালিকদের পাশাপাশি ক্ষতির সম্মুখীন হয়েছেন ট্রাভেল এজেন্টরাও। এবার তাঁরাই তাই বেরিয়ে পড়েছেন আগামি দিনে তাঁদের ব্যবসার সম্ভাবনা খতিয়ে দেখতে।
আরও পড়ুন: মিড ডে মিলের সঙ্গে আরও কিছু 'উপহারে'র ব্যবস্থা করল জলপাইগুড়ির স্কুল
সরকারি বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই ডুয়ার্সে (Dooars) ফের পর্যটকরা আসা শুরু করলেও তাঁরা মূলত স্থানীয় বা সন্নিহিত অঞ্চলের। দূরের 'বহিরাগত' পর্যটকেরা সেই অর্থে ততটা সংখ্যায় আসছেন না এখনও। এবার তাই ডুয়ার্সের পর্যটনকেন্দ্রগুলি কেমন আছে, কী কী স্বাস্থ্যবিধি মেনে সেখানকার রিসর্ট ও পর্যটনকেন্দ্রগুলি চলছে, তা খতিয়ে দেখতে 'ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে'র ১৮ জনের এক প্রতিনিধিদল এল ডুয়ার্সে। ডুয়ার্সের পুরনো পর্যটনকেন্দ্রের পাশাপাশি নতুন পর্যটনকেন্দ্রগুলিও ঘুরে দেখেন তাঁরা। দু'দিনের ওই সফরে পর্যটন কেন্দ্র ছাড়াও বিভিন্ন রিসর্টের স্বাস্থ্যবিধির দিকও খতিয়ে দেখছেন তাঁরা।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নীলাঞ্জন বসু বলেন, করোনার জন্য প্রায় দেড় বছর ধরে পর্যটন ব্যবসা বন্ধ। দূরের পর্যটকেরা আসছেন না। তবে ফের ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হচ্ছে। স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে এখানকার পর্যটন ব্যবসাও। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ১৮ জনের প্রতিনিধির দল ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্র-সহ রিসর্ট পরিদর্শন করার জন্য ডুয়ার্সে এসেছে। যাবতীয় দিক খতিয়ে দেখে তারা কলকাতায় ফিরে গিয়ে সেখান থেকে পর্যটক পাঠাবে। ডুয়ার্সের নতুন নতুন পর্যটনকেন্দ্র গুলিকেও রাজ্যের পর্যটকদের কাছে তুলে ধরা হবে।
ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ী সায়ন চক্রবর্তী, অঞ্জন সাহা, সোনা হোসেনরা বলেন, ইতিমধ্যে ওই প্রতিনিধিরা ডুয়ার্সের সাকাম, রকি আইল্যান্ড, মূর্তি, আম্বাচপল, ছাওয়াফেলি, পাথরঝোরা ইত্যাদি এলাকা পরিদর্শন করেছেন। ওই প্রতিনিধিদলে কলকাতা-সহ কল্যাণী,বারাসত,ডানলপ, তমলুক ইত্যাদি এলাকার ট্রাভেল এজেন্টরাও আছেন।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: Petrol Diesel Price: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ SUCI-এর