উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার, তাণ্ডব বারুইপুর স্টেশনে
অবশেষে অবরোধ উঠে গেল বারুইপুর স্টেশনে। প্রায় সাড়ে চার ঘণ্টা পর অবরোধ উঠে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
নিজস্ব প্রতিনিধি : অবশেষে অবরোধ উঠে গেল বারুইপুর স্টেশনে। প্রায় সাড়ে চার ঘণ্টা পর অবরোধ উঠে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তাল হয়ে উঠে ছিল বারুইপুর স্টেশন। বারুইপুর এবং মল্লিকপুরের মাঝে উচ্ছেদ অভিযানের ঘিরে ধুন্ধুমার শুরু হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় বারুইপুর স্টেশনে। চলে তাণ্ডবও। ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
বারুইপুর স্টেশনে উচ্ছেদ অভিযানের জেরে বারুইপুর, বজবজ, এবং ক্যানিং শাখায় ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ আটকে পড়ে। এর ফলে দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। ফলে ট্রেন না মেলায় চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। শিয়ালদহ স্টেশনেও দেখা দেয় চরম বিশৃঙ্খলা।