Raiganj: জি ২৪ ঘণ্টার খবরের জের, আদিবাসী মহিলাকে হোমে পাঠাল প্রশাসন
দুই শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছিলেন তিনি।
ভবানন্দ সিংহ: জি ২৪ ঘণ্টার খবরের জের। খোলা আকাশের নিচে সহায়-সম্বলহীন জীবন থেকে মুক্তি পেলেন রায়গঞ্জের জিত সোরেন। মুর্শিদাবাদের একটি হোমে দুই শিশুসন্তান-সহ ওই আদিবাসী মহিলার থাকার ব্যবস্থা করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
গত এক বছর ধরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চত্বরে আশ্রয় নিয়েছিলেন জিত সোরেন। দুই শিশুপুত্রকে নিয়ে থাকতেন হাসপাতালের ফিভার ক্লিনিকের সামনে, রাস্তায়। মাথার উপরে খোলা আকাশ। যখন বৃষ্টি পড়ত, তখন ছেলেদের নিয়ে চলে যেতেন হাসপাতালে করিডোরে, শেডের নিচে। কেন ঘর ছাড়লেন? ওই আদিবাসী মহিলার দাবি, 'শ্বশুরবাড়িতে স্বামী মারধর করে। বাপের বাড়ির লোকেরা থাকতে দেয় না'। হাসপাতালে কর্মীরাই নিয়মিত খাবার দিতেন জিত সোরেন ও তাঁর দুই সন্তানকে। জামা-কাপড়ও দিয়ে যেতেন কেউ কেউ। এভাবেই দিন কাটছিল।
আরও পড়ুন: Midnapore: কন্যাশ্রী দিবসেই কন্যা-কে বিক্রি! পুলিসি তৎপরতায় উদ্ধার সদ্যোজাত, আটক মা
বৃহস্পতিবার এই খবর সম্প্রচারিত হয় জি-২৪ ঘণ্টায়। নড়চড়ে বসে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। কীভাবে হোম পাঠানো যায় আদিবাসী মহিলা ও তাঁর সন্তানদের? আইনি সহায়তা নেওয়ার প্রক্রিয়া শুরু করে প্রশাসন। এদিন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে ৩ জনকে উদ্ধার করে পুলিস। আদালতের অনুমতি নিয়ে তাঁদের মুর্শিদাবাদের একটি হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)