ধুন্ধুমার দাঁতন, তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভোট পরবর্তী হিংসায় চাঞ্চল্য ছাড়ালো এলাকায়, তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দাঁতন থানার বালিডাংরী গ্রামে।

Updated By: May 14, 2019, 10:54 AM IST
ধুন্ধুমার দাঁতন, তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন: ভোটের সুর সপ্তমে। আগামী ১৯ মে শেষ এবং সপ্তমদফার ভোট। অন্যদিকে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ হয়েছে পশ্চিম মেদিনীপুরে। তবে এখনও  অশান্তি অব্যহত দাঁতনে। ভোট পরবর্তী হিংসায় চাঞ্চল্য ছাড়ালো এলাকায়, তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দাঁতন থানার বালিডাংরী গ্রামে।

আরও পড়ুন: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ব্যবসায়ীকে খুন

তৃণমূল কর্মী চন্দন পাত্রের অভিযোগ, সোমবার রাতে বাড়িতে এসে বিজেপির দুষ্কৃতীরা রড লাঠি নিয়ে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়। বিজেপি ভোট দেওয়ার নির্দেশ না মানার কারণেই এই আক্রমণ বলেই জানাচ্ছেন তৃণমূল কর্মীসমর্থকেরা। ঘটনায় গুরুতর আহত ওই তৃণমূল কর্মীকে দাঁতন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাঁতন থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল কর্মীরা। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপির নেতৃত্বরা। 

.