বীরভূমে তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূল নেতা

গ্রেফতার হওয়া নেতা কিশোর মন্ডল স্থানীয় পাচড়া অঞ্চলের প্রাক্তন সভাপতি ও বর্তমানে খয়রাশোলের তৃণমূলের সাত জনের কমিটির সদস্য৷ খুন হন শিশির বাউড়ি।

Updated By: Nov 3, 2020, 02:57 PM IST
বীরভূমে তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূল নেতা

নিজস্ব প্রতিবেদন: বীরভূমের খয়রাশোলের রানীপাথর গ্রামে তৃনমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার তৃনমূলের নেতা। গ্রেফতার হওয়া নেতা কিশোর মন্ডল স্থানীয় পাচড়া অঞ্চলের প্রাক্তন সভাপতি ও বর্তমানে খয়রাশোলের তৃণমূলের সাত জনের কমিটির সদস্য৷ খুন হন শিশির বাউড়ি।

বীরভূমের খয়রাশোলের রানীপাথর গ্রামের তৃনমূল কর্মী শিশির বাউড়ির পরিবারের অভিযোগ গত জুলাই মাসে কিশোর মন্ডলের মদতে কিছু দুষ্কৃতী রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । সেই রাতে বাড়ি ফেরেন নি শিশির বাউড়ি। পরেরদিন সকালে বাড়ি থেকে কিছু দুরে রানীপাথর গ্রামে একটি মাঠে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। এই খুনের ঘটনায় নাম জড়ায় স্থানীয় তৃনমূল নেতাদের।। নাম জড়ায় স্থানীয় পাচড়া অঞ্চলের প্রাক্তন সভাপতি কিশোর মন্ডলের। কিশোর মন্ডলের বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ করে শিশির বাউড়ির পরিবার।

ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় পাচড়া অঞ্চলের প্রাক্তন সভাপতি কিশোর মন্ডল। পুলিসের খাতায় ৪ মাস ফেরার ছিলেন তিনি। সোমবার রাতে খবর পেয়ে রানীপাথর গ্রামের এক গোপন জায়গা থেকে কিশোর মন্ডলকে গ্রেফতার করে পুলিস। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এতদিন পার্টির পদে থাকায় পুলিস তাকে ধরার সাহস দেখান নি। পার্টির পদ হারাতেই গ্রেফতার হলেন কিশোর মন্ডল। যদিও কিশোর মন্ডলের দাবি, তাকে BJP চক্রান্ত করে ফাঁসিয়েছে। অন্যদিকে,  তৃনমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন,  “ পাচড়া অঞ্চল যখন তৃনমূলের শক্ত ঘাটি হয়ে উঠেছে তখন বিজেপি চক্রান্ত করে ফাঁসিয়েছে।“ ধৃত কিশোর মন্ডলকে মঙ্গলবার দুবরাজপুর আদালতে তোলা হয়।

Tags:
.