বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব! ব্যাপক বোমাবাজি, গ্রেফতার পাঁচ তৃণমূল কর্মী

ওই এলাকায় তৃনমূলের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের মধ্যে বিবাদ ছিল।

Updated By: Sep 5, 2020, 12:37 PM IST
বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব! ব্যাপক বোমাবাজি, গ্রেফতার পাঁচ তৃণমূল কর্মী

প্রসেনজিত্ মালাকার- মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা, তেমনই গুলি।  বীরভূমের খয়রাসোলের  কাঁকড়তলা থানা এলাকার বাবুইজোর পঞ্চায়েত এলাকার বসিন্দারা এদিন ব্যপক বোমবাজি ও গুলি চলায় ভয়ে তটস্থ হয়ে ছিলেন। দুই গোষ্ঠীর সংঘর্ষের সময় ব্যাপক বোমবাজিতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খয়রাসোলের  কাঁকড়তলা থানা এলাকার বাবুইজোর পঞ্চায়েতে ব্যাপক বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় এবার পাঁচজনকে গ্রেফতার করল পুলিস। জানা গিয়েছে, তারা সকলেই তৃনমূল কর্মী। 

আরও পড়ুন-  ফের ফাঁদ পেতে হরিণ শিকার! গ্রেফতার এক, চোরাশিকারীদের দলের খোঁজে তল্লাশি

ওই এলাকায় তৃনমূলের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের মধ্যে বিবাদ ছিল। এদিন ওই দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় বলে অভিযোগ।৷ দু- পক্ষের মূল নেতাকেও গ্রেফতার করেছে পুলিস।  খয়রাশোলের ব্লক কমিটির সদস্য ও তৃনমূল নেতা উজ্বল কাদেরিকে গাঁজা রাখার অভিযোগে গ্রেফতার করছে পুলিস। উজ্বল কাদেরি গোষ্ঠীর লোক কেদার ঘোষ৷ তারা দলবদল মিলে গতকাল এলাকায় বোমাবাজি করে বলে অভিযোগ। অন্যদিকে, আরেক তৃনমূল নেতা আব্দুর রহমানকে অস্ত্রসহ গ্রেফতার করল রাজনগর থানার পুলিশ। এই গোষ্ঠীর লোকজন পঞ্চায়েত নিয়ন্ত্রন করত। ধৃত সবাইকেই আজ আদালতে তোলা হবে।

.