রেললাইনে বসে আড্ডা, পূর্ব মেদিনীপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই স্কুলছাত্রের

দিঘা-হাওড়া রেলপথে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল দুই বন্ধুর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে। পুলিস সূত্রে খবর, মৃত দুই ব্যক্তির নাম অপূর্ব দাস (১৮) ও সুব্রত পাত্র (১৭)। তাদের বাড়ি রামনগর থানার ফতেপুর গ্রামে। 

Updated By: Jan 2, 2020, 01:18 PM IST
রেললাইনে বসে আড্ডা, পূর্ব মেদিনীপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই স্কুলছাত্রের

নিজস্ব প্রতিবেদন: দিঘা-হাওড়া রেলপথে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল দুই বন্ধুর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে। পুলিস সূত্রে খবর, মৃত দুই ব্যক্তির নাম অপূর্ব দাস (১৮) ও সুব্রত পাত্র (১৭)। তাদের বাড়ি রামনগর থানার ফতেপুর গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২ যুবক স্থানীয় একটি স্কুল থেকে সদ্য় উচ্চমাধ্যমিক টেস্ট  দিয়েছে। দুই যুবকই পাস করেছে পরীক্ষায়। সেই আনন্দ উপভোগ করতেই রামনগর বিরামপুর টেশনের কাছে লাইনের ওপর বসে আড্ডা দিচ্ছিল তাঁরা। আচমকাই  হাওড়াগামী একটি এক্সপ্রেস টেন এসে যায়, কাটা পড়ে দুই বন্ধুই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামনগর থানা পুলিস ও দীঘা জিআরপি। মৃতদেহ উদ্ধার করে তাঁরা।

Tags:
.