Katwa: গঙ্গায় নেমেও মোবাইলে ভিডিয়ো! মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

‘আরও বিভিন্ন ভাবে সাবধানতার প্রচার চালানো হবে। দরকারে গঙ্গার ঘাটে সুরক্ষার জন্য কর্মী মোতায়েন করা হবে এ বার থেকে', বললেন পুরসভার চেয়ারম্যান।

Updated By: Nov 6, 2023, 10:46 PM IST
Katwa: গঙ্গায় নেমেও মোবাইলে ভিডিয়ো! মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

সন্দীপ ঘোষ চৌধুরী: গঙ্গায় নেমেও মোবাইলে ভিডিয়ো! তারপর? তলিয়ে গেল দুই ছাত্র। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি তাঁদের। দুর্ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের কাটোয়ায়।

আরও পড়ুন:  চিকিৎসকের 'মৃত' সার্টিফিকেট দেওয়া যুবকের আচমকা উঠে বসে জলপান! তারপর...

স্থানীয় সূত্রে খবর, চারজন কাটোয়া কলেজের ছাত্র। আর একজন পড়ে একাদশ শ্রেণিতে। আজ, সোমবার সকালে বর্ধমান থেকে কাটোয়ার দেবরাজ ঘাটে গঙ্গায় স্নান করতে যান ৫ জন। জিৎ ভৌমিক,  সত্যম ঘোষ, সৌম্যদীপ ধারা, অভিষেক সিংহ ও দীপঙ্কর মুখোপাধ্যায়। এরপরই ঘটে বিপত্তি।

কীভাবে? প্রত্যক্ষদর্শীদের দাবি, গঙ্গা ঘাটে সতর্কবার্তা দেওয়া রয়েছে পুরসভা ও পুলিস প্রশাসনের। কিন্তু সেই সতর্কবার্তার তোয়াক্কা না করেই জলে নেমে পড়েন ওই ৫ জন। শুধু তাই নয়, বিভিন্ন কায়দায় চলতে থাকে ভিডিয়ো বানানো। শেষে অসাবধানবশত গঙ্গায় তলিয়ে যায় অভিষেক সিংহ ও দীপঙ্কর মুখোপাধ্যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিস ও বিপর্যয় মোকাবিলা দল। কাটোয়ার পুরসভার চেয়ারম্যান  সমীর কুমার সাহা বলেন, ‘আরও বিভিন্ন ভাবে সাবধানতার প্রচার চালানো হবে। দরকারে গঙ্গার ঘাটে সুরক্ষার জন্য কর্মী মোতায়েন করা হবে এ বার থেকে'।

আরও পড়ুন:  Bengal Weather: কালীপুজোর আগেই জেলায় জেলায় তাপমাত্রার পতন, কবে থেকে শীতের প্রবেশ?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.