সরকারি চাকরি করে দেওয়ার নামে প্রতারণা, ধৃত ২

ধৃতরা ভূপতিনগর থানার দিঘাদাঁড়ি গ্রামের এক যুবককে সেচ দফতরে  চাকরি করে দেওয়ার নামে প্রায়  দুই  মাস আগে এক লক্ষ টাকা নিয়েছিল বলে অভিযোগ।  পরে ওই যুবক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।

Updated By: Jan 3, 2019, 02:32 PM IST
সরকারি চাকরি  করে দেওয়ার নামে প্রতারণা, ধৃত ২

নিজস্ব প্রতিবেদন:  সরকারি  চাকরি দেওয়ার  নামে মোটা অঙ্কের  টাকা নিয়ে প্রতারণার  অভিযোগে গ্রেফতার ২ যুবক।  কাঁথি থানার পুলিশ দুই  যুবককে গ্রেফতার করেছে । ধৃতদের  নাম  সায়ন  ও সুভাষ মাইতি ।  দুই যুবকের বাড়ি পটাশপুর থানার অমরপুর গ্রামে।

খড়দহ: ছেলেকে টিউশনে দিতে গিয়েছিলেন, ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণ

ধৃতরা ভূপতিনগর থানার দিঘাদাঁড়ি গ্রামের এক যুবককে সেচ দফতরে  চাকরি করে দেওয়ার নামে প্রায়  দুই  মাস আগে এক লক্ষ টাকা নিয়েছিল বলে অভিযোগ।  পরে ওই যুবক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।

আরও পড়ুন: স্বামীর সঙ্গে বান্ধবীর প্রেম, বিচ্ছেদ, আর্থিক অনটন-গড়ফায় ৩ জনের আত্মহত্যার চেষ্টায় নয়া তথ্য

 বিষয়টি  তিনি কাঁথি থানায় জানান। এরপর পুলিস ফাঁদ পাতে। এক যুবকের চাকরি করে দেওয়ার জন্য তাদের টাকা দেওয়া হবে বলে সায়ন ও সুভাষকে ডেকে আনে পুলিস।  তারপর হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।

.