রেল লাইনের ধারে মৃতদেহ, মৃত্যু ঘিরে তৈরি হচ্ছে রহস্য

মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তে। কীভাবে ওই মৃতদেহ ওখানে এলো এবং ওই মৃত্যুর কারণই বা কি খতিয়ে দেখছে পুলিস। প্রাথমিক ভাবে পুলিসের অনুমান, ট্রেন থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

Updated By: Jan 2, 2018, 05:39 PM IST
রেল লাইনের ধারে মৃতদেহ, মৃত্যু ঘিরে তৈরি হচ্ছে রহস্য
নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা: রেল লাইনের ধারে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য  ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায়। মঙ্গলবার সকালে  আলুয়াবাড়ি রোড স্টেশন ও গুঞ্জরিয়া স্টেশনের মাঝখানে ডাউন লাইনের পাশে ওই মধ্য বয়স্ক ব্যক্তির দেহ পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিস ও জি আর পি।

আরও পড়ুন- পিকনিকে বচসা, বঁটির কোপে বন্ধুর হাতে বন্ধু খুন

মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তে। কীভাবে ওই মৃতদেহ ওখানে এলো এবং ওই মৃত্যুর কারণই বা কি খতিয়ে দেখছে পুলিস। প্রাথমিক ভাবে পুলিসের অনুমান, ট্রেন থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তবে তাকে কেউ ফেলে দিয়েছে নাকি সে পড়ে গিয়েছে তা নিয়ে রহস্য রয়েছে। এমনকী ওই ব্যক্তিকে কেউ খুন করে রেললাইনের ধারে ফেলে দিয়ে গিয়েছে কিনা সেই দিকও পুলিসি তদন্তের নজর রয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- অপরাধীদের না ধরে কেন আক্রান্তদের হেনস্থা করছে পুলিস? প্রতিবাদে তুমুল বিক্ষোভ

.