বাংলাদেশে পাচার হওয়ার পথে উদ্ধার কয়েক কোটি টাকার সাপের বিষ

বাংলাদেশে পাচার হওয়ার পথে কয়েক কোটি টাকার সাপের বিষ উদ্ধার করল BSF। কাঁচের জারে ভরা ওই বিষ খুব সাধারণ ব্যাগে ভরে, বাসে চাপিয়ে পাচার করা হচ্ছিল। আগে থেকেই খবর ছিল BSF-এর গোয়েন্দাদের  কাছে। দক্ষিণ দিনাজপুরের থেকে মালদা আনার সময়, গাজোলের আগেই  বাসে তল্লাসি চালায় BSF।

Updated By: May 10, 2017, 11:49 AM IST
বাংলাদেশে পাচার হওয়ার পথে উদ্ধার কয়েক কোটি টাকার সাপের বিষ

ওয়েব ডেস্ক : বাংলাদেশে পাচার হওয়ার পথে কয়েক কোটি টাকার সাপের বিষ উদ্ধার করল BSF। কাঁচের জারে ভরা ওই বিষ খুব সাধারণ ব্যাগে ভরে, বাসে চাপিয়ে পাচার করা হচ্ছিল। আগে থেকেই খবর ছিল BSF-এর গোয়েন্দাদের  কাছে। দক্ষিণ দিনাজপুরের থেকে মালদা আনার সময়, গাজোলের আগেই  বাসে তল্লাসি চালায় BSF।

উদ্ধার হয় বিষের জার। প্রায় পাঁচশ গ্রাম বিষ পাচার করা হচ্ছিল। BSF  সূত্রে খবর, ফ্রান্স থেকে ভারতবর্ষে আনা হয় এই বিষ। লক্ষ্য ছিল চিনে এই বিষ পাচার করা। উদ্ধার হওয়া বিষ বন দফতরের হাতে তুলে দিয়েছে BSF। 

আরও পড়ুন, হাসপাতালের মধ্যেই চিকিত্সকের শ্লীলতাহানির চেষ্টা পুলিস কর্মীর

.