রামনবমীতেই রাম মন্দির পাওয়ার বিজয় উত্সব, রাজ্যের ব্লকে ব্লকে পালন করবে ভিএইচপি

অযোধ্য মামলার রায় বের হওয়ার পর কোনও পক্ষই এনিয়ে কোনও বিক্ষোভ বা উল্লাস করেনি। শতাব্দী প্রাচীন ওই মামলায় সুপ্রিম কোর্ট রায় দেওয়ার সঙ্গে সঙ্গেই দেশের ইতিহাসে এক বড়সড় বিবাদের অবসান হয়েছে।  অযোধ্যায় রাম মন্দির তৈরির ক্ষেত্রে আর কোনও বাধা নেই।

Reported By: অঞ্জন রায় | Updated By: Feb 3, 2020, 06:49 PM IST
রামনবমীতেই রাম মন্দির পাওয়ার বিজয় উত্সব, রাজ্যের ব্লকে ব্লকে পালন করবে ভিএইচপি

নিজস্ব প্রতিবেদন: অযোধ্য মামলার রায় বের হওয়ার পর কোনও পক্ষই এনিয়ে কোনও বিক্ষোভ বা উল্লাস করেনি। শতাব্দী প্রাচীন ওই মামলায় সুপ্রিম কোর্ট রায় দেওয়ার সঙ্গে সঙ্গেই দেশের ইতিহাসে এক বড়সড় বিবাদের অবসান হয়েছে।  অযোধ্যায় রাম মন্দির তৈরির ক্ষেত্রে আর কোনও বাধা নেই।

আরও পড়ুন-এমাসেই চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো, জেনে নিন ভাড়া-অত্যাধুনিক ব্যবস্থা

সেসময় এনিয়ে রাস্তায় নেমে কোনও উল্লাস প্রকাশ করেনি বিশ্ব হিন্দু পরিষদ। এবার সেটাই করতে চলেছে তারা। এমনটাই খবর সংগঠন সূত্রে।

অযোধ্যা মামলার রায় বেরনোর পর মন্দির নির্মাণের প্রস্তুতি চলছে জোর কদমে। ভিএইচপি সূত্রে খবর, রায় বের হওয়ার পর এনিয়ে কোনও মিছিল বের  করার ক্ষেত্রে বাধা নিষেধ ছিল আরএসএস-এর।  কারণ তখন এনিয়ে উত্তেজনা তৈরি হতে পারত।  এখন আর কোনও বাধা নেই। তাই রাম মন্দির পাওয়ার বিষয়টি উজ্জাপন করতে রামনবমীতেই বিজয় উত্সব করবে ভিএইচপি।

আরও পড়ুন-রোজভ্যালি কাণ্ডে নজরে সেন্ট ডেভিয়ার্স ও নাইটরাইডার্সের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বাজেয়াপ্ত প্রায় ২৪ কোটি

ভিএইচপি সূত্রে খবর, গোটা দেশের সঙ্গে এবার রাজ্যের ব্লকে ব্লকে ধুমধাম করে পালন করা হবে রামনবমী। গোটা দেশেই পালন করা হয় নামনবমী। তাই এই দিনটিকেই রাম মন্দির পাওয়ার বিজয় উত্সব হিসেবে পালন করতে চায় ভিএইচপি।

.