Malbazar: হঠাৎই সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জের ভিতরে মোষ-পালক, গুলিতে ছিন্নভিন্ন শরীর....
জলপাইগুড়ির মালবাজারে তিস্তার নদীর চরে রয়েছে সেনাবাহিনী ফায়ারিং রেঞ্জ। সেখানে জওয়ানদের বন্দুক চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়।
অরূপ বসাক: তখন সেনাবাহিনীর মহড়া চলছিল। ফায়ারিং রেঞ্জে ঢুকে বেঘোরে প্রাণ হারালেন এক গ্রামবাসী। গুলিতে ছিন্নভিন্ন হয়ে গেল শরীর! ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজারে।
জানা গিয়েছে, মৃতের নাম তিলক বাহাদুর রাই। বাড়ি, মালবাজারের বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাঁও এলাকায়। এদিন সকালে গ্রামের পাশেই তিস্তার নদীর চরে মোষ চরাতে গিয়ে যান তিনি।
এদিকে নদীর চরেই আবার সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ। সেখানে জওয়ানদের বন্দুক চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। সাধারণ মানুষ তো বটেই, ফায়ারিং রেঞ্জে যাতে গবাদি পশুও ঢুকে না পড়ে, সেদিকেও গ্রামবাসীদের নজর রাখতে বলা হয়েছে সেনাবাহিনীর তরফে।
আরও পড়ুন: Police Security Withdraw: উঠে গেল ৪১ তৃণমূল নেতার পুলিসি নিরাপত্তা, শুরু গোষ্ঠী কোন্দল
তাহলে? নদীর চরে মোষ চরাতে দিয়ে সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে ঢুকে পড়েন তিলক বাহাদুর। প্রায় সঙ্গে সঙ্গেই গুলি আঘাতে ছিন্নভিন্ন হয়ে তাঁর শরীর! থানায় খবর দেন পরিবারের লোকেরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। এলাকায় শোকের ছায়া।