‘কাটমানি’ ফেরত্ চেয়ে তৃণমূল পঞ্চায়েত উপ প্রধানের বাড়ি ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে

মঙ্গলকোটের চানক পঞ্চায়েতের উপপ্রধান রীনা চক্রবর্তী ও প্রধান দীর্ঘদিন ধরেই টাকা তুলছিলেন বলে অভিযোগ।

Updated By: Jun 24, 2019, 11:54 AM IST
‘কাটমানি’ ফেরত্ চেয়ে তৃণমূল পঞ্চায়েত উপ প্রধানের বাড়ি ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে

নিজস্ব প্রতিবেদন:   ফের একবার ‘কাটমানি’ ফেরতের উত্তেজনা পৌঁছল ভাঙচুরে। ভাঙচুর হল পঞ্চায়েত উপপ্রধানের বাড়ি। অভিযোগের তির বিজেপির দিকে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বর্ধমানের মঙ্গলকোটে।

 

মঙ্গলকোটের চানক পঞ্চায়েতের উপপ্রধান রীনা চক্রবর্তী ও প্রধান দীর্ঘদিন ধরেই টাকা তুলছিলেন বলে অভিযোগ। কাটমানি ফেরত চেয়ে বেশ কিছুদিন ধরেই উপপ্রধান রীনা চক্রবর্তীর বাড়িতে হাজির হচ্ছিলেন গ্রামবাসীরা। তাঁদের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু টাকা ফেরত দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। রবিবার সন্ধ্যায় বেশ কয়েকজন রীনা চক্রবর্তীর বাড়িতে চড়াও হন। বাড়ির সামনে প্রথমে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে বাড়ি, গ্যারেজে ভাঙচুর শুরু করেন। আতঙ্কিত হয়ে পড়েন উপপ্রধানের বাড়ির সদস্যরা। তাঁরা কোনওভাবে বাড়ি থেকে বেরিয়ে মঙ্গলকোটে তৃণমূল কার্যালয়ে আশ্রয় নেন। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গ্রামবাসীরা প্রদীপ চক্রবর্তীর বাড়ির সামনেও বিক্ষোভ দেখান। এলাকায় উত্তেজনা রয়েছে। এলাকায় টহল দিচ্ছে পুলিস।

.