Visva Bharati: উত্তপ্ত বিশ্বভারতী, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে প্রবল বিক্ষোভ পড়ুয়াদের

হোস্টেল না খোলায় চড়া দামে ঘর ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। এভাবে চললে তাদের পক্ষে ক্লাস করা সম্ভব নয় বলে দাবি পড়ুায়দের

Updated By: Feb 23, 2022, 12:55 PM IST
Visva Bharati: উত্তপ্ত বিশ্বভারতী, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে প্রবল বিক্ষোভ পড়ুয়াদের

নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণ কমে যাওয়ার পর রাজ্যে খুলেছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। খুলেছে বিশ্বভারতীও। পঠনপাঠান স্বাভাবিক হলেও খোলেনি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেল। তাতেই প্রবল সমস্যায় পড়েছেন পড়য়ারা। এনিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন তাঁরা।

বুধবার সকালে শান্তিনিকেতনের(Shantiniketan) সেন্ট্রাল অফিস বলাকা গেটে জমায়েত হয়ে হোস্টেল খোলার দাবিতে প্রবল বিক্ষোভ দেখায় কয়েকশো পড়ুয়া। এরপরই বেশকিছু ছাত্রছাত্রী কেন্দ্রীয় কার্যালয়ের পেছন দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দিলে প্রথম বচসা, ধস্তাধস্তি ও পরে তাদের সরিয়ে দিয়ে গেট খুলে ভেতরে ঢুকে যায় পড়ুয়ারা। শেষপর্যন্ত বিশ্ববিদ্য়ালয়ের(Visva Bharati University) ভেতরে ঢুকে বিক্ষোভ শুরু করেন ছাত্রছাত্রীরা। এনিয়ে প্রবল উত্তেজনা রয়েছে বিশ্ববিদ্যালয়ে।

উল্লেখ্য, করোনা সংক্রমণে কমে আসার পর জনজীবন প্রায় স্বাভাবিক। এরপরও হোস্টেল না খোলায় চড়া দামে ঘর ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। এভাবে চললে তাদের পক্ষে ক্লাস করা সম্ভব নয় বলে দাবি পড়ুায়দের। 

আরও পড়ুন-চতুর্থ দফা ভোট উত্তর প্রদেশে, গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটারদের আহ্বান Modi-র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.