জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলা, সমস্যা বাড়িয়েছে ডিভিসির ছাড়া জল

Updated By: Jul 25, 2017, 07:14 PM IST
জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলা, সমস্যা বাড়িয়েছে ডিভিসির ছাড়া জল

ওয়েব ডেস্ক নাগাড়ে বৃষ্টি। জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলা। জ্বালা বাড়িয়েছে ডিভিসির ছাড়া জল। জলে ভাসছে দুর্গাপুর, আসানসোল,  আরামবাগ। জল বেড়েছে হাওড়ার উলুবেড়িয়াতেও।

গোদের ওপর বিষফোঁড়া। ডিভিসির ছাড়া বিপুল জল চিন্তা বাড়িয়েছে বিভিন্ন জেলার আরামবাগ শহরের বেশকিছু এলাকা নতুন করে জলমগ্ন। তিলডাঙা, মনসাতলা, কালীপুর, সাজিডাঙা সহ বেশকিছু নিচু এলাকা জলমগ্ন। ৮০টি বাড়ি জলের তলায়। শুরু হয়েছে ত্রাণ বিলির কাজ।

রূপনারায়ণের বাঁধ ভাঙল খানাকুলে। ধান্যঘোরীর বেরাপাড়ায় বাঁধ ভেঙে রূপনারায়ণের জল ঢুকে ভেসেছে বেশকিছু গ্রাম। জলমগ্ন কাকনান, ধান্যঘোরি, রাজারহাটি এক ও দু নম্বর অঞ্চলের বহু গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় প্রতি বছরই ওই এলাকায় বাঁধ ভাঙে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি।

DVC আরও জল ছাড়ায় বিপদের আশঙ্কা করছেন হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দারা। DVC র ছাড়া জলে ডুবতে পারে উদয়নারায়াণপুরের নীচু এলাকা। এমনটাই আশঙ্কা বাসিন্দাদের।উদয়নারায়ণপুরে টোকাপুরের এই বাঁধ উপচেই জল ঢোকার সম্ভাবনা সবথেকে বেশি।  DVC জল ছাড়ার পরিমাণ বাড়ালে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিধায়ক সমীর পাঁজার ।

জলে ভাসছে দুর্গাপুর। জলমগ্ন ২১ নম্বর ওয়ার্ডের তপোবন, ২০ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লি, ১৩ নম্বর ওয়ার্ড, চাষিপাড়া, শ্রীনগরপল্লি, D ব্লক,  লিঙ্ক পার্ক,খাটাল পাড়া,স্টিল পার্ক,১৩ নম্বর ওয়ার্ডের তামলা নালা উপচে জল ঢুকে পড়ছে বাড়িতে। নিকাশি ব্যবস্থাও বিপর্যস্ত। কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি। ফলে ভারী বৃষ্টিতে ভেসেছে বহু বাড়ি।

.