WB Assembly Eelction 2021: আপনি কোন দলের প্রার্থী, ডেবরার TMC প্রার্থীকে বুথ ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর
ডেবরায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষ একটি বুথে আসার পরই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়
নিজস্ব প্রতিবেদন: খোদ প্রার্থীকেই বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ পশ্চিম মেদিনীপুরের ডেবরার প্রার্থী হুমায়ুন কবীরের।
আরও পড়ুন-নন্দীগ্রামে ভুয়ো ভোটার কার্ড নিয়ে লাইনে, পাকড়াও করল পুলিস
তৃণমূল প্রার্থীর(Humayun Kabir) অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর প্রশ্ন, আপনি কোন দলের প্রার্থী? দলের নাম বলার পরও তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে না। তবে এরকম কয়েকটি ঘটনা ছাড়া ভোট সার্বিক ভাবে শান্তিপূর্ণ হচ্ছে ডেবরায়।
এদিকে, ডেবরায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষ একটি বুথে আসার পরই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের দাবি বাইরে থেকে লোক এনেছেন ভারতী ঘোষ(Bharati Ghosh)। অন্যদিকে, ভারতীর সঙ্গে আসা লোকজনের দাবি, তাঁরা বিজেপি কর্মী। প্রার্থীর সঙ্গে বুথে এসেছি। বহিরাগত নই।
আরও পড়ুন- 'ভোট শান্তিপূর্ণ ভাবেই এগোচ্ছে' ৩ জায়গায় অশান্তির অভিযোগ খারিজ নির্বাচন কমিশনের
এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে কেশপুরে। এই কেন্দ্রেই ১৭৩ নম্বর বুথে বিজেপির নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল। কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। চণ্ডীপুরে সোহমকে ঘিরে ধরে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।