WB Assembly Election 2021: প্রচারের ফাঁকে শৌচাগারে ঢুকতেই 'হামলা', মালদহে আক্রান্ত BJP প্রার্থী

অভিযোগের তির তৃণমূলের দিকে।

Updated By: Apr 2, 2021, 11:13 PM IST
WB Assembly Election 2021: প্রচারের ফাঁকে শৌচাগারে ঢুকতেই 'হামলা', মালদহে আক্রান্ত BJP প্রার্থী

নিজস্ব প্রতিবেদন: শৌচাগারেও গিয়ে রেহাই নেই! ভোটের প্রচারে বেরিয়ে ফের আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী। অভিযোগের তির তৃণমূলের দিকে। এবার ঘটনাস্থল মালদহের হরিশ্চন্দ্রপুর। অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। শাসকদলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সপ্তম দফায় ভোটগ্রহণ মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী মতিউর রহমান। এদিন স্থানীয় মালিওর ২ নম্বর ব্লকের খাড়া গ্রামে প্রচার করছিলেন মতিউর। গেরুয়াশিবিরের দাবি, প্রচার চলাকালীন আচমকাই শৌচাগারে যাওয়ার প্রয়োজন হয়। এরপর যখন শৌচকর্ম সারতে খাড়াগ্রামে যখন এক আত্মীয়ের বাড়িতে যান, তখন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য সদলবদলে প্রার্থীর উপর চড়াও হয়। রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ধস্তিধস্তিতে মতিউরের পরনের পাঞ্জাবীটি পর্যন্ত ছিঁড়ে যায়। ঘটনাকে কেন্দ্র তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুন: West Bengal Election 2021: ভোটে জিতলেই 'ফুলবদল' রায়গঞ্জের TMC প্রার্থীর?

এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানার অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি প্রার্থী মতিউর রহমান।  অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। এর আগে সকালে প্রচারে বেরিয়ে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে আক্রান্ত হন পদ্মশিবিরের প্রার্থী দীপক হালদার। ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: আক্রান্তের সংখ্যা ১৫০০ ছুঁইছুঁই! তৃতীয় দফার ভোটের আগে করোনার আতঙ্ক জলপাইগুড়িতে

.