WB Assembly Election 2021: কাঁথিতে কুপিয়ে খুন CPM পোলিং এজেন্টকে, শুরু রাজনৈতিক চাপানউতোর

সিপিএমের ওই  কর্মীকে নিজেদের বলে দাবি করেছে বিজেপি

Updated By: Mar 31, 2021, 07:37 PM IST
WB Assembly Election 2021: কাঁথিতে কুপিয়ে খুন CPM পোলিং এজেন্টকে, শুরু রাজনৈতিক চাপানউতোর
ছবি-প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: পূর্ব মেদিনীপুরে প্রথম দফার ভোট মিটতেই খুন। কাঁথিতে কুপিয়ে খুন জন্মেজয় দোলুই নামে এক সিপিএম পোলিং এজেন্টকে। এনিয়ে তৃণমূলকে নিশানা করেছে সিপিএম। সোমবার রাতের ঘটনা। মঙ্গলবার তা প্রকাশ্যে আসে।

আরও পড়ুন-নন্দীগ্রামে বহিরাগতদের ঢোকাচ্ছেন Suvendu, কমিশনে ফের নালিশ TMC-র

বামেদের(CPM) দাবি সোমবার রাতে কাঁথি থেকে বাইকে বাড়ি ফেরার পথে মারিশদা থানা এলাকার মশাগ্রাম ব্রিজ এর কাছ থেকে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী জন্মজয়কে অপহরণ করে। তারপর ভাজাচাওলিতে তৃণমূলের এক ডেরায় নিয়ে যায়। সেখানে তাকে কুপিয়ে খুন করা হয়। মারিশদা থানার পুলিস মৃত জন্মেজয় দোলুইয়ের দেহ ভাজা চাওলি থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন- 'হুমকি দিচ্ছেন অনুব্রত মণ্ডল', কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বিশ্বভারতীর উপাচার্যর

সিপিএমের মারিশদা এরিয়া কমিটির তরফ ১১ জনের বিরুদ্ধে  মারিশদা থানায় অভিযোগ করা হয়। এদের মধ্যে এখনও পর্যন্ত ৩ জনেক গ্রেফতার করেছে পুলিস। আজ তাদের কাঁথি আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

দ্বিতীয় দফার ভোটের আগে সিপিএমের ওই  কর্মীকে নিজেদের বলে দাবি করেছে বিজেপি। তবে জন্মেজয় যে তাদেরকর্মী তার তথ্যপ্রমাণ দিয়ে মারিশদা থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএম।

.