WB assembly election 2021 : রাজ্যের রাজনৈতিক পুর প্রশাসকদের সম্পর্কে রোজ রিপোর্ট দিতে জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

পুর প্রশাসকদের ভূমিকা ও সিদ্ধান্তে কোনওরকম পক্ষপাতিত্ব থাকছে কিনা, আদর্শ আচরণ বিধি (MCC) লঙ্ঘন করছে কিনা, তা দেখতে বলা হয়েছে মুখ্যসচিবকে।

Updated By: Mar 22, 2021, 10:03 PM IST
WB assembly election 2021 : রাজ্যের রাজনৈতিক পুর প্রশাসকদের সম্পর্কে রোজ রিপোর্ট দিতে জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের ১০১টি পুরসভার প্রশাসকদের কাজকর্ম সম্পর্কে রোজ তথ্য দিন। জেলাশাসকদের এমনই নির্দেশ দিলেন মুখ্যসচিব। নবান্ন সূত্রে খবর, প্রত্যেক জেলাশাসক নিজের জেলায় অবস্থিত যেসব পুরসভায় রাজনৈতিক প্রশাসক আছেন, তাঁদের সব সিদ্ধান্ত খতিয়ে দেখবেন। তারপর মুখ্যসচিবকে রিপোর্ট দেবেন। কমিশনের (ECI) নির্দেশের পরিপ্রেক্ষিতেই আজ জেলাশাসকদের প্রশাসক সম্বন্ধে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

প্রসঙ্গত, ১০১টা পুরসভায় প্রশাসক পদে রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। এদের সম্পর্কে মুখ্যসচিবকে রিভিউ করতে বলেছে কমিশন। এদের ভূমিকা ও সিদ্ধান্তে কোনওরকম পক্ষপাতিত্ব থাকছে কিনা, আদর্শ আচরণ বিধি (MCC) লঙ্ঘন করছে কিনা, তা দেখতে বলা হয়েছে মুখ্যসচিবকে। আর সেই নির্দেশ মেনেই মুখ্যসচিব সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের প্রতিদিন রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন, দেশ জুড়ে ফের করোনা-আতঙ্ক; ভোটের মুখে আগাম ব্যবস্থা নিচ্ছে রাজ্য প্রশাসন  

উল্লেখ্য, আজই কমিশনের নির্দেশ মেনে পুরপ্রশাসক পদে নতুন নিয়োগ করেছে মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আজ প্রশাসক পদে সরকারি আধিকারিকদের বসানো হয়েছে। কলকাতা পুরসভার দায়িত্ব পেয়েছেন খলিল আহমেদ। বিধাননগর পুরসভায় দেবাশিস ঘোষ, আসানসোল পুরনিগমে নিতীন সিংঘানিয়া, শিলিগুড়িতে সুরেন্দ্র গুপ্তা, চন্দননগর পুরনিগমে স্বপন কুন্ডু, হাওড়ায় অভিষেক ত্রিপাঠীকে পুর প্রশাসক পদে নিয়োগ করা হয়েছে। ওদিকে দুর্গাপুর পুরনিগমে রেগুলার বোর্ড-ই রয়েছে।

আরও পড়ুন, BJP-র অভিযোগে Election Commission জমা পড়ল Mamata ভাষণের ভিডিয়ো

.