পাইপগান, গোলাবারুদ, লোহার টাঙ্গি, লোহার হাসুয়া-সহ প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার ভাঙড়ে

তার বাড়ি থেকে ৫১.৫ ইঞ্জির একটি পাইপগান,এক রাউন্ড গোলাবারুদ,লোহার টাঙ্গি,লোহার হাসুয়া উদ্ধার করে কাশিপুর থানার পুলিস।  

Updated By: Mar 4, 2021, 05:05 PM IST
পাইপগান, গোলাবারুদ, লোহার টাঙ্গি, লোহার হাসুয়া-সহ প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার ভাঙড়ে

নিজস্ব প্রতিবেদন: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার ভাঙড়ে। ভোটের আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য।  গোপনসূত্রে খবর পেয়ে বুধবার রাতে ভাঙড়ের চণ্ডীহাট থেকে আগ্নেয়াস্ত্র সহ এক সিপিআইএম কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যাক্তির নাম ওলি মোহম্মদ মোল্লা। তার বাড়ি থেকে ৫১.৫ ইঞ্জির একটি পাইপগান,এক রাউন্ড গোলাবারুদ,লোহার টাঙ্গি,লোহার হাসুয়া উদ্ধার করে কাশিপুর থানার পুলিস। কী কারণে এই আগ্নেয়াস্ত্র তিনি মজুদ রেখেছিলেন তার তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন: ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার তাজা বোমা, 'বাংলাদেশেই তৈরি হয় এ ধরনের বোমা' বলছে পুলিস

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর পরই শহরের বিভিন্ন প্রান্ত থেকে অস্ত্র উদ্ধার হয়ে চলেছে। গত বুধবার গোপন সূত্রে খবর পেয়ে গোপাল মন্ডল নামে বছর ২৪র এক যুবককে আটক করে পাটুলি থানার পুলিস। 
তাঁর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে তদন্ত শুরু করছে পাটুলি থানার পুলিস।

অন্যদিকে নিমতিতা (Nimtita) কাণ্ডের রেশ কাটতে না কাটতেই মালদহে (Maldah) তাজা বোমা উদ্ধার। পুলিস সূত্রে খবর, প্লাস্টিকের বলের মতো দেখতে বোমাগুলি খুবই শক্তিশালী বিস্ফোরক দিয়ে তৈরি। জানি গিয়েছে, মূলত বাংলাদেশেই (Bangladesh) তৈরি হয় এধরনের বোমা। ভারত বাংলাদেশ (India-Bangladesh Border) সীমান্তে, বৈষ্ণবনগরের আকন্দবাড়িয়ায় বোমাগুলি মিলেছে। 

.