Sukanta Majumdar: 'মতপার্থক্য থাকতে পারে, মতবিরোধ নেই'

মেদিনীপুরে যৌথ সাংবাদিক সম্মেলনে দিলীপ-সুকান্তের।

Updated By: Apr 23, 2022, 09:58 PM IST
Sukanta Majumdar: 'মতপার্থক্য থাকতে পারে, মতবিরোধ নেই'

নিজস্ব প্রতিবেদন: 'একই দলের ছত্রছায়ায় আছি আমরা। মতপার্থক্য থাকতে পারে, মতবিরোধ নেই'। বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (WB BJP President Sukanta Majumder)। দিলীপের ঘোষের (Dilip Ghosh) সঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন মেদিনীপুরে।

গেরুয়াশিবিরে 'ক্ষোভ'। রাজ্য নেতাদের মতবিরোধও কি এবার প্রকাশ্যে চলে এল? মঙ্গলবার কলকাতায় বিজেপি রাজ্য দফতরে সাংগঠনিক বৈঠক হয়। দলের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি যখন চূড়ান্ত হয়ে গেল, তখন সেই বৈঠকে গরহাজির থাকলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় (MP Locket Chatterjee) ও বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। জি ২৪ ঘণ্টাকে হুগলির বিজেপি সাংসদ বলেন, 'আমি কলকাতায় রয়েছি। আমার কাছে কোনও ইনফরমেশনই নেই। আমি জানিও না'। এরপরই আবার দলের নেতাদের মিডিয়ায় মুখ খোলা নিয়ে কড়া বার্তা দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বলেন, 'মিডিয়ায় নয়, ক্ষোভ থাকলে আমাকে জানান'।

আরও পড়ুন: Sukanta On Anubrata: 'একবার গেলেই ভয় কেটে যাবে, বারবার যেতে ইচ্ছে করবে', অনুব্রতকে কটাক্ষ সুকান্তর

এদিকে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রচার কর্মসূচির সূচনা করতে মেদিনীপুরে গিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। সঙ্গে দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও। মহামিছিল থাকছেন দু'জনেই। এদিন সাংবাদিক সম্মেলন করলেন একসঙ্গে। সুকান্ত মজুমদার বলেন, 'মতপার্থক্য আপানারা দেখেন, আমরা দেখি না। আমার প্রত্যেকেই দলের নেতা। একসময় দিলীপদা, রাহুলদা নেতৃত্ব দিয়েছেন। প্রত্যেকের সঙ্গে মতের অমিল থাকতে পারে। কিন্তু কারও সাথে মতবিরোধ নেই'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.