WB Panchayat Election 2023: দক্ষিণ দিনাজপুরে আক্রান্ত বিজেপি, পুলিসের সঙ্গে বচসা সুকান্ত মজুমদারের
কী হয়েছে তা নিয়ে কথা বলতে গেলে সুকান্ত সঙ্গে পুলিসের ধাক্কাধাক্কি শুরু হয়। তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ে পুলিস আধিকারিক ও সুকান্ত মজুমদার। যদিও কিছুক্ষণ পরে অবশ্য তা মিটে যায়। সুকান্তের অভিযোগ এলাকাটি আদিবাসী অধ্যুষিত। সুকান্ত বাবু জানিয়েছেন কমিশনের কাছে আবেদন জানাবেন যাতে ওই এলাকায় তারা ভিজিট করতে আসেন।
শ্রীকান্ত ঠাকুর: বালুরঘাট ভোটের দিন থেকেই দক্ষিণ দিনাজপুর জেলায় বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের ওপরে আক্রমণ হুমকি এবং ভয় দেখানোর অভিযোগ তুলেছে বিজেপি। সেই অভিযোগ নিয়েই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ভোটের দিন বিভিন্ন এলাকায় বুথে বুথে যান। ভোট মিটে যাওয়ার পরের দিনও একই ঘটনা অব্যাহত বলে বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে।
রবিবার সকালে হজরতপুর গ্রাম পঞ্চায়েতের নিচ কাদমা গ্রামে যান সুকান্ত মজুমদার। সেখানে বিজেপিকর্মীরা তাকে অভিযোগ জানান। বলা হয় রাতে বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হয়েছে। বিজেপি কর্মীদের আটকে রেখে এলাকায় ভোট করা হয়েছে। সকালে গুলির খোল উদ্ধার করে গ্রামবাসী সেগুলো পুলিসের হাতে তুলে দেয়।
কী হয়েছে তা নিয়ে কথা বলতে গেলে সুকান্ত সঙ্গে পুলিসের ধাক্কাধাক্কি শুরু হয়। তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ে পুলিস আধিকারিক ও সুকান্ত মজুমদার। যদিও কিছুক্ষণ পরে অবশ্য তা মিটে যায়। সুকান্তের অভিযোগ এলাকাটি আদিবাসী অধ্যুষিত। সুকান্ত বাবু জানিয়েছেন কমিশনের কাছে আবেদন জানাবেন যাতে ওই এলাকায় তারা ভিজিট করতে আসেন।
আরও পড়ুন: WB Panchayat Election 2023: ভোট পরবর্তী হিংসা জগৎবল্লভপুরে, নির্দল প্রার্থীর আত্মীয়ের বাড়িতে আগুন
অন্য একটি ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের গোয়ালদা গ্রামে বিজেপির সমর্থকের বাড়িতে হামলার ঘটনায় পর আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলতে যান।
‘ভোটের পরবর্তী সময় থেকে জেলার বিভিন্ন প্রান্তে বিরোধীদের বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে হুমকি বিভিন্ন ঘটনা ঘটেই চলেছে এর জন্য দায়ী জেলা পুলিস প্রশাসন কারণ তারা নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করছে না’ বলে অভিযোগ করেন সুকান্ত বাবু। সুকান্ত বাবু জানান গণনার দিন পর্যন্ত তিনি জেলাতেই থাকবেন যেখানে যেখানে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা হবে সেখানেই তিনি যাবেন এবং তার বিহিত করার চেষ্টা করবেন।