WB Panchayat Election 2023: ভোটের মুখে সিপিএম প্রার্থীকে পদ্ম শিবিরে টেনে চমকে দিল বিজেপি!

মামনি সরকার জানিয়েছেন, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতেই তাঁর এই সিদ্ধান্ত। ভোটে দাঁড়াবার পর থেকে তাঁদের উপর ক্রমাগত হুমকি দিচ্ছে তৃণমূল।

Updated By: Jun 29, 2023, 08:18 AM IST
WB Panchayat Election 2023: ভোটের মুখে সিপিএম প্রার্থীকে পদ্ম শিবিরে টেনে চমকে দিল বিজেপি!

প্রদ্যুত দাস: পঞ্চায়েত ভোট হতে বাকি আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে সিপিএম প্রার্থীকে তাদের দলে যোগদান করিয়ে চমক দিলেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী। বুধবার জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের ১৭/৪০ বুথ বেনুনগর বানেভাষাপাড়া এলাকার প্রার্থী মামনি সরকার তাঁর অনুগামীদের নিয়ে যোগ দিলেন বিজেপিতে। তাঁদের হাতে পতাকা তুলে দেন বিজেপি জেলা সভাপতি। 

বাম প্রার্থী ও তাঁর পরিবারের অভিযোগ, ভোটে দাঁড়াবার পর থেকে তাঁদের উপর ক্রমাগত হুমকি দিচ্ছে তৃণমূল। বিষয়টি তিনি সিপিএম নেতাদের জানালেও তাঁর পাশে দাঁড়ায়নি কেউ। তাই এই অসহায় অবস্থায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে বিজেপিকে বেছে নিয়েছেন তিনি। মামনি সরকার জানিয়েছেন, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতেই তাঁর এই সিদ্ধান্ত।

জানা গিয়েছে, ১৭/৪০ নং বুথে আগে থেকেই বিজেপি প্রার্থী রয়েছে। তা জেনেও বিজেপি প্রার্থীর হাত মজবুত করতেই সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন মামনি সরকার ও তাঁর অনুগামীরা। বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহর সংলগ্ন ঝাবারি মোড় এলাকায় তাঁদের হাতে পতাকা তুলে দেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী।

বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, মামনি সরকার ভোটে মনোনয়ন দাখিল করার পর থেকেই তাঁকে হুমকি দিচ্ছে শাসকদলের পক্ষ থেকে। কিন্তু এই অসহায় অবস্থায় তাঁর দল পাশে নেই। ওনারা দেখেছেন, আমরা কীভাবে মাটি কামড়ে পড়ে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই চালাচ্ছি। তাই উনি আমাদের দলে যোগ দিলেন।

যদিও এপ্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পীযূষ মিশ্র বলেন, সিপিএম প্রার্থী হওয়ার পর থেকেই ওই মহিলা ও তাঁর পরিবার নির্যাতিত হয়েছেন বলে শুনেছি। তবে তাঁকে একপ্রকার চাপ দিয়ে বিজেপিতে যোগ দেওয়ানো হয়েছে। ব্যালটে আমাদের সিম্বল থাকবে। মানুষ আমাদের সিম্বলকে ভোট দেবে। আর ওই বুথে জেতার পাশাপাশি ওই অঞ্চল আমরা দখল করব। তবে প্রার্থী ছাড়া ওই আসনে যদি সিপিএম জিতে যায় তবে কী হবে, তা অবশ্য খোলসা করেননি সিপিএম নেতা।

অপরদিকে তৃণমূল প্রার্থী নিমাই দাস জানান, সিপিএম প্রার্থীর সমর্থকরা মোটেও ভালো মানুষ নয়। এ ধরনের ঘটনায় আমাদের দলে কোনও প্রভাব পড়বে না। এই বুথ থেকে জেতার ব্যাপারে আমরা নিশ্চিত। 

আরও পড়ুন, WB Panchayat Election 2023: ভোটের মুখে দলবদল করতেই গ্রেফতার তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদ সদস্য!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.