সেখানে ১২ বা ১১ ডিগ্রিতে রয়েছে, সেখানে তাপমাত্রা নামার পূর্বাভাস।
কনকনে ঠান্ডা উত্তরে হাওয়া শীতের আমেজকে আরও বাড়িয়ে দিল বেশ খানিকটা। শীতের পারদ বেড়েছে কলকাতায়। ২৪ ঘণ্টায় প্রায় ২ ডিগ্রি নামল পারদ। আজ শহরের তাপমাত্রা ১৬.৬। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আগামী ৪৮ ঘণ্টায় ধাপে ধাপে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রায় ২ থেকে ৩ ডিগ্রি পারদ নামবে। তবে তা কোনওভাবেই ১৪ বা ১৩ নীচে নামবে না। ফলে শীতের আমেজ ফিরলেও প্রকৃত শীত অধরাই থাকবে। উত্তরবঙ্গে কিঞ্চিত সুসংবাদ। সেখানে ১২ বা ১১ ডিগ্রিতে রয়েছে, সেখানে তাপমাত্রা নামার পূর্বাভাস।
আরও পড়ুন: প্রথমটি মুখে পুরে দ্বিতীয়টি ধরতে ডুব! জ্যান্ত কই গলায় আটকে যুবকের মর্মান্তিক পরিণতি
তবে আশানুরূপ শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় রোগভোগ বাড়ছে। শীত ফেরার হাহুতাশ বাড়ছে। তার মাঝেই উত্তরবঙ্গে ফিরল ভরপুর খুশি। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে উত্তরবঙ্গ। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি ও ডুয়ার্সে তাপমাত্রার পারদ অনেকটাই নীচে নেমে গিয়েছে। নতুন বছরের শুরুতে ঠান্ডা সেভাবে না পড়ায় অনেকেরই মন খারাপ ছিল। কিন্তু উত্তরবঙ্গে শীতের আমেজ ফিরেছে আবার। শৈলশহর দার্জিলিং থেকে মিরিক, সেবক থেকে শিলিগুড়ি সর্বত্র তাপমাত্রা কমেছে।
BRN
(19 ov) 89
|
VS |
TAN
90/0(10.1 ov)
|
Tanzania beat Bahrain by 10 wickets | ||
Full Scorecard → |
GER
(20 ov) 219/7
|
VS |
MAW
182/7(20 ov)
|
Germany beat Malawi by 37 runs | ||
Full Scorecard → |
AUS
(70.3 ov) 225 (37 ov) 121
|
VS |
WI
143(52.1 ov) 27(14.3 ov)
|
Australia beat West Indies by 176 runs | ||
Full Scorecard → |