গত ১০ বছরে উষ্ণতম গ্রীষ্ম, রেকর্ড গরম ফাল্গুনেই
গত ১০ বছরে উষ্ণতম গ্রীষ্ম, রেকর্ড গরম ফাল্গুনেই
নিজস্ব প্রতিবেদন: সবে ফাল্গুন, তাতেই নাজেহাল শহরবাসী। আবহাওয়াবিদরা বলছেন, এবার গ্রীষ্ম দীর্ঘ হবে। গত ১০ বছরের মধ্যে এবারই উষ্ণতম গ্রীষ্ম হবে দেশে। পূর্বাভাস মৌসম ভবনের। থাকবে অস্বস্তিও। মার্চের শুরুতেই চড়ছে পারদ।
দক্ষিণে কুয়াশা, উত্তরে বৃষ্টি। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট। বেলা বাড়তে অবশ্য কিছুটা পরিষ্কার হয় আকাশ। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং , কালিম্পং , জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু অংশে হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণেও বৃষ্টির ভ্রুকুটি। ভিজতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।
আবহাওয়া দফতর জানাচ্ছে পূবালি হাওয়ায় বঙ্গোপসাগরের থেকে জলীয় বাষ্প আসাতেই এমন পরিস্থিতি। তবে আজও তাপমাত্রা খানিক চড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সকাল থেকে ঘন কুয়াশা। কলকাতা বিমানবন্দরে ব্যাহত উড়ান চলাচল। সকালের দিকে দৃশ্যমানতা ২৫ মিটারে নীচে নেমে যাওয়ায় বিমান ওঠানামায় সমস্যা।