ধেয়ে আসছে কালবৈশাখী, বুধবার সন্ধ্যায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস
ঝড়বৃষ্টির প্রভাব পড়তে পারে পশ্চিম মেদিনীপুরের একাংশে। হাওয়ার সর্বোচ্চ বেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বইবে ঝোড়ো হাওয়া।
ওয়েব ডেস্ক: মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় প্রবল ঝড়ের আতঙ্ক এখনো কাটেনি, তার মধ্যেই বুধবার সন্ধ্যায় ফের জারি হল ঝড়বৃষ্টির পূর্বাভাস। তবে কলকাতায় নয়, বুধবার প্রবল ঝড়বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের সৈকতশহর দিঘায়।
দেশের একমাত্র বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের রেডার চিত্র বলছে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দিঘা, এগরা ও কাঁথির ওপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখি। ঝড়বৃষ্টির প্রভাব পড়তে পারে পশ্চিম মেদিনীপুরের একাংশে। হাওয়ার সর্বোচ্চ বেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বইবে ঝোড়ো হাওয়া।
T20-র বেটিংচক্র চালাচ্ছিল কলেজ পড়ুয়ারা, হানা দিয়ে ৬ জনকে ধরল পুলিস
তবে বুধবার সন্ধ্যা কলকাতায় ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।