খড়গপুরে বিজেপির কাছে পিছিয়ে পড়ল বাম-কং জোট, কালিয়াগঞ্জে এগিয়ে বিজেপি, করিমপুরে এগিয়ে গেল তৃণমূল

কালিয়াগঞ্জে প্রত্যাশা মতোই এগিয়ে রয়েছে বিজেপি। সেখানে বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার এগিয়ে রয়েছেন। 

Updated By: Nov 28, 2019, 10:24 AM IST
খড়গপুরে বিজেপির কাছে পিছিয়ে পড়ল বাম-কং জোট, কালিয়াগঞ্জে এগিয়ে বিজেপি, করিমপুরে এগিয়ে গেল তৃণমূল

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গে তিন বিধানসভা উপনির্বাচনের ভোটগণনা শুরুতে ২টি আসনে এগিয়ে বিজেপি। একটিতে তৃণমূল।

কালিয়াগঞ্জে প্রত্যাশা মতোই এগিয়ে রয়েছে বিজেপি। সেখানে বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার এগিয়ে রয়েছেন। 

করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে পিছনে ফেলে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহরায়। 

সবাইকে চমকে দিয়ে খড়গপুরে এগিয়ে ছিলেন বাম-কংগ্রেস জোট প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা। এই কেন্দ্রে প্রার্থী দেয়নি সিপিএম। 

গত ২৫ নভেম্বর পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা। এই তিন কেন্দ্রের মধ্যে কালিয়াগঞ্জ ও খড়গপুরে প্রার্থী দেয়নি বামেরা। করিমপুরে প্রার্থী দেয়নি কংগ্রেস। 

বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়েছে খড়গপুর, করিমপুর ও কালিয়াগঞ্জ উপনির্বাচনের ভোটগণনা। তিন জায়গাতেই প্রতিদ্বন্দিতা ত্রিমুখী। 

করিমপুর

বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার মার খাওয়ায় সোমবার দিনভর গোটা রাজ্যেই করিমপুর নিয়ে চর্চা হয়। বিধানসভা নির্বাচনে করিমপুরে প্রায় ১৬ হাজার ভোটে তৃণমূল জয়ী হয়। লোকসভা ভোটে এই কেন্দ্রে ঘাসফুলের প্রার্থীই প্রায় ১৪ হাজার ভোটে এগিয়েছিলেন। তবে, বিধানসভা নির্বাচনের তুলনায়, লোকসভা নির্বাচনে করিমপুরে তৃণমূলের ভোট প্রায় ৩ শতাংশ কমে যায়। চব্বিশ শতাংশ ভোট বাড়ে বিজেপির। প্রায় ১৮ শতাংশ ভোট কমে বাম-কংগ্রেসের।

খড়্গপুর

খড়গপুর সদর বিধানসভায় তিনি নিজে প্রার্থী না হলেও, এই আসনে ভোট দিলীপ ঘোষের ব্যক্তিগত লড়াই। বিজেপি সভাপতির আশীর্বাদে ভরসা রেখেই প্রচারে বেরিয়েছিলেন দলের প্রার্থী। পুরসভা চেয়ারম্যান, পরিচিত মুখ প্রদীপ সরকারকে প্রার্থী করে বাজিমাতের চেষ্টায় তৃণমূল। বিধানসভা নির্বাচনে, খড়গপুরে প্রায় ৬ হাজার ভোটে জয়ী হন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লোকসভা ভোটে এই কেন্দ্রে ৪৫ হাজার ভোটে এগিয়েছিলেন তিনি।বিধানসভা নির্বাচনের তুলনায়, লোকসভা নির্বাচনে, খড়গপুরে তৃণমূলের ভোট প্রায় ৮  শতাংশ বাড়ে। কিন্তু, বাম-কংগ্রেস-তৃণমূলের সম্মিলিত ভোটের চেয়েও বেশি ভোট যায় বিজেপির ঝুলিতে। 

কালিয়াগঞ্জ

প্রিয়রঞ্জন দাশমুন্সির ঘরের মাঠ কালিয়াগঞ্জে, তৃণমূল কখনই খুব সুবিধা করতে পারেনি। প্রয়াত কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের কন্যা ধীতাশ্রী রায়, এবার এই আসনে বামেদের সমর্থনে কংগ্রেসের প্রার্থী। গত বিধানসভা নির্বাচনে, কালিয়াগঞ্জে প্রায় ৪৭ হাজার ভোটে জয়ী হয় কংগ্রেস। কিন্তু গত লোকসভা ভোটে এই কেন্দ্রে ৫৭ হাজার ভোটে এগিয়ে যায় বিজেপি। বিধানসভা নির্বাচনের তুলনায়, লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জে তৃণমূলের ভোট প্রায় ৪% কমে যায়। বাম-কংগ্রেস-তৃণমূলের মিলিত ভোটের চেয়েও বেশি ভোট পায় বিজেপি। 

আরও পড়ুন- বিজেপিতে যোগ দিলেই কেন্দ্রীয় নিরাপত্তা কেন? লোকসভায় অমিতকে প্রশ্ন সুদীপের

.