পুলওয়ামায় নিহত শহিদদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এদিন মুখ্যমন্ত্রী বলেন, পুলওয়ামা হামলায় মৃত ২ জওয়ান বাবলু সাঁতরা ও সুদীপ বিশ্বাসের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য দেবে রাজ্য সরকার। সঙ্গে চাইলে তাঁদের পরিবারের ১ জন করে সদস্যকে চাকরিও দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামায় শহিদ পশ্চিমবঙ্গের ২ জওয়ানের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের একথা জানান তিনি। সঙ্গে আবেদন করলে শহিদদের পরিবারের এক সদস্যকে রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, পুলওয়ামা হামলায় মৃত ২ জওয়ান বাবলু সাঁতরা ও সুদীপ বিশ্বাসের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য দেবে রাজ্য সরকার। সঙ্গে চাইলে তাঁদের পরিবারের ১ জন করে সদস্যকে চাকরিও দেওয়া হবে। যে ক্ষতি হয়েছে তার তুলনায় সাহায্য নিতান্তই নগন্য বলেও উল্লেখ করেন মমতা।
জঙ্গির কোনও জাত নেই, শান্তির আবেদন করে বিবৃতি ডান - বাম বুদ্ধিজীবীদের
গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে আত্মঘাতী জঙ্গিহামলায় শহিদ হন ৪০ জন জওয়ান। শহিদদের মধ্যে রয়েছেন হাওড়ার বাসিন্দা বাবলু সাঁতরা ও নদিয়ার বাসিন্দা সুদীপ বিশ্বাস।