West Bengal Election 2021: প্রথম দফার আগে জঙ্গলমহলে দাউ দাউ করে পুড়ল বুথফেরত গাড়ি

মাও অধ্যুষিত এলাকায় রাতে কেন ফিরল গাড়ি? উঠছে প্রশ্ন। 

Updated By: Mar 26, 2021, 11:53 PM IST
West Bengal Election 2021: প্রথম দফার আগে জঙ্গলমহলে দাউ দাউ করে পুড়ল বুথফেরত গাড়ি

নিজস্ব প্রতিবেদন: আগুন লেগে ভস্মীভূত বুথফেরত গাড়ি। জঙ্গলমহলে ভোটের আগের দিন আচমকা গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘনীভূত হয়েছে রহস্য। নিতান্তই দুর্ঘটনা না নাশকতা, তা খতিয়ে দেখছে পুলিস।     

বান্দোয়ানের গড়ুড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও সাগা সুপুরুডি গ্রামের ফাঁকা রাস্তার উপর রহস্যজনক আগুন ধরে যায় একটি গাড়িতে। স্থানীয়দের দাবি, গাড়িতে আগুন লাগানো হয়েছে। ভোট কর্মীদের খাবার পৌঁছে ফিরে আসছিল গাড়িটি। চালককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। 

 

ঘটনা হল, ভোটকর্মীদের খাবার দিয়ে গাড়িটি ফিরে আসার কথা নয়। মাও অধ্যুষিত ওই এলাকায় ভোরবেলায় ফেরার কথা। এনিয়ে নির্দেশিকা রয়েছে। তা সত্ত্বেও গাড়িটি রাতে কেন ফিরল? জানা গিয়েছে, চালককে নামিয়ে মারধর করেছে দুই দুষ্কৃতী। বাকি দুই দুষ্কৃতী আগুন ধরিয়ে দিয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস। জেরা করা হচ্ছে চালককে।

প্রসঙ্গত, ২৩ মার্চ মাওবাদীদের নিয়ে রিপোর্ট পাঠিয়েছিল আইবি। সেজন্যে নির্বাচনের সময় সতর্ক থাকতে বলা হয়েছিল।                           

আরও পড়ুন- West Bengal Election 2021: রবীন্দ্রনাথের দাড়ির স্টাইল আলাদা, আপনাদের কেলেঘাই দাড়ি: Mamata
                   

 

.