West Bengal Election 2021: 'কেষ্টর উপরে ওদের রাগ,' Anubrata-র নজরবন্দি হওয়ার আশঙ্কায় Mamata

অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ইতিমধ্যেই শোকজ করেছে নির্বাচন কমিশন (Election Commission)।

Updated By: Apr 24, 2021, 04:50 PM IST
West Bengal Election 2021: 'কেষ্টর উপরে ওদের রাগ,' Anubrata-র নজরবন্দি হওয়ার আশঙ্কায় Mamata

নিজস্ব প্রতিবেদন: ২০১৬ সালে বিধানসভা ভোটের দিন অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নজরবন্দি করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। সেই কথা টেনে কেষ্টকে আগাম সতর্ক করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার এমনটা করলে আদালতে যাওয়ার পরামর্শও দিলেন।      

শনিবার বোলপুরে সাংবাদিক বৈঠকে মমতা (Mamata Banerjee) বলেন,''বীরভূমের উপর চিরকাল একটা রাগ। কেন জানি না! বীরভূমের মাটি এত শান্ত। আমাদের সকলের জন্মভূমি, রাঙা মাটি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূম নিয়ে এত কাজ করলেন। সেই বীরভূমের কেষ্টর উপরে ওদের রাগ। প্রতিবার ইলেকশনের আগে কেষ্টকে নজরবন্দি করে রেখে দিচ্ছে। নজরবন্দি ক্রাইম। এবার করলে কেষ্ট তুমি কোর্টে যাবে। প্রোটেকশন নেবে। এভাবে ইচ্ছামতো নজরবন্দি করে রাখা যায় না।''

অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ইতিমধ্যেই শোকজ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি বলেছিলেন,‘বিজেপিকে ঠেঙিয়ে পগার পার’। ওই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর ব্যাখ্যা চাওয়া হয়। শোকজের পরেও দমেননি অনুব্রত (Anubrata Mondal)। বলেছিলেন,'পগার পার-র মানে দেখতে হবে। আগে ডিক্সনারি খুলে মানে দেখুক, তারপর বলব'। প্ররোচনামূলক মন্তব্যের জন্য ২৪ ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার নিষিদ্ধ করেছিল কমিশন (Election Commission)। ওই সিদ্ধান্তের বিরোধিতায় অনুব্রত কটাক্ষ করেছিলেন,'অন্ধ ধৃতরাষ্ট্র'।

আরও পড়ুন- ভার্চুয়াল সভায় বিজেপি পর্যবেক্ষকদের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

.