West Bengal Election 2021: সকালে BJP কর্মী মঙ্গল সোরেনের 'স্বাভাবিক মৃত্যু', রাতে খুনের মামলা

ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করা হয়েছে। 

Updated By: Mar 27, 2021, 10:21 PM IST
West Bengal Election 2021: সকালে BJP কর্মী মঙ্গল সোরেনের 'স্বাভাবিক মৃত্যু', রাতে খুনের মামলা

নিজস্ব প্রতিবেদন: ভোটের প্রথম দফার (West Bengal Election 2021) দিনেই কেশিয়াড়িতে বিজেপি কর্মীর দেহ উদ্ধার। ওই ঘটনায় শুরু প্রশাসন 'স্বাভাবিক মৃত্যু' বলে দাবি করেছিল। বিজেপি কর্মী মঙ্গল সোরেনের মৃত্যুতে (Mangal Soren) সন্ধেয় খুনের মামলা রুজু হয়েছে। 

জানা গিয়েছে, কেশিয়াড়ির বেগমপুরের বাসিন্দা মঙ্গল সোরেন (Mangal Soren)। গতকাল রাত সাড়ে ৮টায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। সাড়ে ৩টেয় মৃতদেহ দেখতে পান পরিজনরা। মঙ্গলের মা অভিযোগ করেন, খুন করা হয়েছে তাঁর ছেলেকে। ঘটনায় জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট আসে নির্বাচন কমিশনে। সেই রিপোর্টের ভিত্তিতে তারা জানায়, ঘটনার সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয়নি। স্বাভাবিক মৃত্যু।

এ দিন সন্ধেয় ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করা হয়েছে। এডিজি আইনশৃঙ্খলা জগমোহন জানিয়েছেন,'তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্টে দেখা হবে।'

এ দিন মঙ্গলের বাড়িতে যান বিজেপি প্রার্থী সোনালি মুর্মু। বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে, তৃণমূল পিটিয়ে মেরেছে তাঁকে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,'তৃণমূল যেখানে হারবে সেখানে অশান্তি করছে।'  

আরও পড়ুন- West Bengal Election 2021: 'বুঝে গিয়েছেন, তিনি হারছেন, তাই পুরনো সাথীদের মনে পড়েছে', Mamata-কে খোঁচা Dilip-র

 

.