West Bengal Election 2021: দিদি ও TMC-র গুন্ডাদের খামখেয়ালিপনা চলতে দেব না, কোচবিহারের ঘটনায় হুঁশিয়ারি Modi-র

শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৪ জনের।

Updated By: Apr 10, 2021, 03:08 PM IST
West Bengal Election 2021: দিদি ও TMC-র গুন্ডাদের খামখেয়ালিপনা চলতে দেব না, কোচবিহারের ঘটনায় হুঁশিয়ারি Modi-র

নিজস্ব প্রতিবেদন: কোচবিহারে বাহিনীর গুলিতে মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কাঠগড়ায় তুললেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেন, 'বিজেপির পক্ষে জনসমর্থন দেখে দিদি ও তাঁর গুন্ডারা মরিয়া হয়ে উঠেছে। কুর্সি হারাচ্ছেন দেখে এই স্তরে নেমে গিয়েছেন দিদি।'     

প্রধানমন্ত্রী (PM Modi) বলেন,'কোচবিহারে দুঃখজনক ঘটনা ঘটেছে। নিহতদের জন্য শোকপ্রকাশ করছি। পরিবারের প্রতি সমবেদনা। বিজেপির দিকে জনসমর্থন দেখে দিদি ও তাঁর গুন্ডারা মরিয়া হয়ে উঠেছে। কুর্সি চলে যাচ্ছে তাই এই স্তরে নেমেছেন দিদি।' মোদীর (Narendra Modi) হুঁশিয়ারি, 'দিদি ও তৃণমূলের গুন্ডাদের স্পষ্ট করে বলতে চাই, দিদি ও টিএমসির খামখেয়ালিপনা চলতে দেব না। আমি নির্বাচন কমিশনকে বলছি, কোচবিহারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক। হিংসা, নিরাপত্তা বাহিনীর উপরে আক্রমণের পরিকল্পনা ও ভোটপ্রক্রিয়ায় বাধাদান আর আপনাকে বাঁচাতে পারবে না দিদি। হিংসা ছড়িয়ে আপনি ১০ বছরের কুকর্ম থেকে রক্ষা পাবেন না।'

চতুর্থ দফার ভোটের দিন (West Bengal Election 2021) শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৪ জনের। মৃতদের নাম হামিদুল হক, সামিয়ুল হক, মনিরুল হক, নুর আলম। সকালে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয়েছে আর একজনের। তৃণমূলের দাবি, বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল নেত্রীকে দায়ী করে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক বলেন,'মমতার উস্কানিমূলক মন্তব্যের জেরে মাথাভাঙা, শীতলকুচিতে বিশেষ শ্রেণির লোকেরা বাহিনীর উপরে চড়াও হয়। কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে।'

আরও পড়ুন- West Bengal Election 2021: ভোটের লাইনে গিয়ে গুলি চালিয়ে দিলি! চক্রান্তকারী অমিত শাহ ইস্তফা দিন: Mamata

.