West Bengal Election 2021: ২০১১ সালের আগে চিড় ভিজত, এখন লোকে নাটকবাজি ধরে ফেলেছে: Suvendu

নিজস্ব প্রতিবেদন: প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আজ সকাল থেকে নন্দীগ্রাম ২ ব্লকে প্রচার করেন তিনি। শুভেন্দুর কথায়, 'এসব নাটকবাজি লোকে ধরে ফেলেছে। ২০১১ সালের আগে এসবে চিড়ে ভিজত।' 

শুক্রবার নন্দীগ্রাম প্রচার সারলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত ১০ মার্চ পায়ে যেখানে চোট পান মুখ্যমন্ত্রী, সেই বিরুলিয়া বাজার থেকে এ দিন প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী। বিরুলিয়ার দুর্গামন্দিরে পুজো দিয়ে সকাল ১১টা নাগাদ মিছিল শুরু করেন। তারপর টাকাপুরা, রেয়াপাড়া, আমদাবাদে প্রচার করেন। শুভেন্দুর গোটা প্রচারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে সুর ছিল চড়া। বিজেপি নেতা বলেন,'পশ্চিমবঙ্গে সব প্রার্থীরা হাতজোড় করে ঘুরছে। আর একজন প্রার্থী লাথি দেখিয়ে এগোচ্ছে। কত বড় মিথ্যা কথা! আপনাদের অপমান করেনি! আমি তো বলছি, নির্বাচন কমিশনে এইমস থেকে মেডিক্যাল বোর্ড পাঠাক। এসব নাটকবাজি লোকে ধরে ফেলেছে। ২০১১ সালের আগে চিড়ে ভিজত।'

আমদাবাদে এক কৃষক পরিবারে মধ্যাহ্ন ভোজ সারেন শুভেন্দু। ছিমছাম মেনুতে ছিল,  ভাত, শুক্তো, ডাল, গয়না বড়িভাজা, কুমড়ো ঘণ্টো, আলুর দম এবং শেষ পাতে টমেটো-খেজুরের চাটনি। তাঁর সাফ কথা, নন্দীগ্রামে তৃণমূল বলে কিছু নেই। মধ্যাহ্নভোজের পর আমদাবাদ, খোদামবাড়ি এবং রেয়াপাড়ায় বুথ স্তরের  সভা সেরে বিকেল ৫টা নাগাদ প্রচার শেষ করেন বিজেপি প্রার্থী। 

আরও পড়ুন- West Bengal Election 2021: AIMIM-র আহ্বায়কের পদ ছেড়ে নন্দীগ্রামে Mamata-র হয়ে প্রচারে জামিরুল

English Title: 
West Bengal Election 2021: Suvendu Adhikari attacks mamata banerjee
News Source: 
Home Title: 

২০১১ সালের আগে চিড় ভিজত, এখন লোকে নাটকবাজি ধরে ফেলেছে: Suvendu

West Bengal Election 2021: ২০১১ সালের আগে চিড় ভিজত, এখন লোকে নাটকবাজি ধরে ফেলেছে: Suvendu
Yes
Is Blog?: 
No
Section: