WB Assembly Election 2021: প্রার্থী বিক্ষোভের জেরে ভাঙচুর, জলপাইগুড়িতে কার্যালয় ঢেকে দিলেন বিক্ষুদ্ধ BJP কর্মীরা

প্রার্থী বদলের দাবি থেকে অবশ্য সরছেন না তাঁরা।

Updated By: Mar 19, 2021, 09:03 PM IST
WB Assembly Election 2021: প্রার্থী বিক্ষোভের জেরে ভাঙচুর, জলপাইগুড়িতে কার্যালয় ঢেকে দিলেন বিক্ষুদ্ধ BJP কর্মীরা

নিজস্ব প্রতিবেদন: প্রার্থী বিক্ষোভের মাঝেই এবার উলটপুরাণ! ভাঙচুরের পর 'ক্ষতে প্রলেপ' দেওয়ার জন্য দলীয় কার্যালয় পলিথিন দিয়ে ঢেকে দিলেন বিক্ষুদ্ধ বিজেপি কর্মীদের একাংশ। ঘটনাস্থল, জলপাইগুড়ি।

একুশের ভোটে (WB Assembly Election 2021) প্রার্থীদের নিয়ে বিড়ম্বনায় গেরুয়াশিবির। তৃণমূলত্যাগীদের টিকিট দেওয়ার প্রতিবাদে রাজ্যের প্রায় সর্বত্রই পথে নেমেছেন দলের কর্মী-সমর্থকদের একাংশ। জেলায় জেলায় চলছে বিক্ষোভ। ব্যতিক্রম নয় জলপাইগুড়িও। জেলার তিনটি বিধানসভা এলাকায় কর্মীরা যথেষ্ট ক্ষুদ্ধ। প্রার্থী বদলের দাবি তুলেছেন তাঁরা।

আরও পড়ুন: WB assembly election 2021: 'বহিরাগত বৈশালী ডালমিয়াকে মানছি না, মানব না', বালিতে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের

জলপাইগুড়ি সদর কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী সৌজিত সিংহ। তাঁকে পছন্দ না হওয়ার গতকাল দলের জেলা কার্যালয়ে রীতিমতো ভাঙচুর চালান বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। এরপর ভাঙা আসবাবপত্রগুলি গেটের সামনে জড়ো কর আগুন লাগিয়ে দেওয়া হয়। এখানেই শেষ নয়। খবর পেয়ে পুলিস যখন ঘটনাস্থলে পৌঁছয়, তখন পুলিসকর্মীদের সামনে আবার বচসায় জড়িয়ে পড়ে বিজেপির দুই গোষ্ঠী। কর্মীদের মধ্যে সামান্য হাতাহাতিও হয়। দাবি একটাই, প্রার্থী বদল করতে হবে।

আরও পড়ুন: WB election 2021 : বিজেপি প্রার্থীর প্রচারের গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

জলপাইগুড়ি শহরে আগে কখনও দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেনি। ফলে হতবাক বনে যান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে অনেকেই উঁকি দিয়ে দেখার চেষ্টা করেন, ভাঙচুরের পর বিজেপি জেলা কার্যালয়ের কী অবস্থা! আর তাতেই বেজায় অস্বস্তিতে পড়ে যান দলের বিক্ষুদ্ধ কর্মীদের একাংশ।  স্থানীয় বিজেপি নেতা অলোক চক্রবর্তী বলেন, 'গতকাল আমাদের কর্মীদের একাংশ অত্যন্ত নিন্দনীয় কাজ করেছেন। দল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সকাল থেকে ভাঙা কার্যালয় দেখতে লোকেরা উঁকিঝুঁকি দিচ্ছিল। মনে হচ্ছিল, যেন চিড়িয়াখানায় বাঘ দেখতে এসেছে। তাই ক্ষেত প্রলেপ দিলাম'। তাঁর আরও বক্তব্য, 'আমরা চাই, এই কেন্দ্রে প্রার্থী বদল  করা হোক। যদি তা না হয়, তাহলে এই প্রার্থীকে নিয়ে এগোতে হবে। আমাদের লক্ষ্য, সোনার বাংলার গড়া'।

.