১-এর পরিবর্তে ১৪ জুন রাজ্যে পঞ্চায়েত ভোট? বৈঠকে কমিশন
শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদার পঞ্চায়েত মামলার রায়ে জানান, আগ্রহী নাগরিকদের পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে।
![১-এর পরিবর্তে ১৪ জুন রাজ্যে পঞ্চায়েত ভোট? বৈঠকে কমিশন ১-এর পরিবর্তে ১৪ জুন রাজ্যে পঞ্চায়েত ভোট? বৈঠকে কমিশন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/04/20/117977-vote-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাজ্য পঞ্চায়েত নির্বাচন হতে পারে ১৪, ১৫, ১৬ জুন। কমিশনের দফতরে চলছে জরুরি বৈঠক। সূত্রের খবর, সেক্ষেত্রে ১৮ জুন ভোট গণনার সম্ভাবনা। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠকের পরই সব দিক বিচার করে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
আরও পড়ুন, BIG BREAKING : বিরোধীদের অভিযোগে মান্যতা দিয়ে পঞ্চায়েত নির্ঘণ্ট খারিজ করল আদালত
শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদার পঞ্চায়েত মামলার রায়ে জানান, আগ্রহী নাগরিকদের পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে। সেজন্য পূর্বঘোষিত সূচিতে পরিবর্তন করতে হবে কমিশনকে।নতুন করে মনোনয়ন জমার দিন ঘোষণা করতে নির্দেশ দেন বিচারপতি। একইসঙ্গে পঞ্চায়েত ভোটের নতুন নির্ঘণ্ট ঘোষণা করতেও নির্দেশ দেন বিচারপতি সুব্রত তালুকদার। অর্থাত্ ভোটগ্রহণ হচ্ছে না ১,৩, ৫ মে।
আরও পড়ুন, পঞ্চায়েত মামলায় 'হার স্বীকার' করেও 'জয়ের দাবি' কল্যাণের
হাইকোর্টের রায়ের পরই জরুরি বৈঠকে বসে কমিশন। বৈঠক করছেন কমিশন সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য। সূত্রের খবর, মনোনয়নের দিন সোমবার ধার্য হতে পারে কমিশন। সেক্ষেত্রে ১৪, ১৫, ১৬ জুন হতে পারে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। গণনা হতে পারে ১৮ জুন।