Malbazar: হাঁড়িয়া খেয়ে বাড়ি ও দোকানঘর ভাঙল বুনো হাতি

রবিবার রাতে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকে হাতির হামলায় চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Updated By: Jun 20, 2022, 01:18 PM IST
Malbazar: হাঁড়িয়া খেয়ে বাড়ি ও দোকানঘর ভাঙল বুনো হাতি

নিজস্ব প্রতিবেদন: গত কয়েকদিন যাবৎ যেমন একনাগাড়ে বৃষ্টি হচ্ছে মালবাজার মহকুমা জুড়ে, তেমনই রাত হলেই এখানে বাড়ছে হাতির উপদ্রবও। রবিবার রাতে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকে
হাতির হামলায় চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, রাত ১টা নাগাদ পার্শ্ববর্তী জলঢাকা জঙ্গল থেকে একটি দলছুট দাঁতাল হাতি  নাগরাকাটার তিন নম্বর গেটলাইনে চলে আসে। সেখানে প্রথমেই টিকারাম গুরুংয়ের বাড়ি ভেঙে দেয় এটি। পরে হাতিটি হাঁড়িয়া খায়। তার পরে হাতিটি বুনু পান্নার দোকানের শাটার ভেঙে দেয়। সেখানে খাবার কিছু না পেয়ে পিএইচই লাইনের জয় লিম্বুর কিচেনরুম ভেঙে দেয় এটি। তারপর রবিবার ভোররাত তিনটা নাগাদ ফের জঙ্গলে চলে যায় হাতিটি। 

প্রসঙ্গত গত শুক্রবার গভীর রাতে বামনডাঙা চা-বাগানে ৮-১০ টি বাড়ি ভেঙে দিয়েছিল বুনো হাতির দল। তারপর আবার এই হাতির হামলা। স্বভাবতই আতঙ্কিত এলাকার মানুষ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: Teesta River: ভাঙল তিস্তার ডাইভারশন ব্রিজ, দোমহনীতে জারি লাল সতর্কতা

.