বাপের বাড়িতে চরম নির্যাতনের শিকার সন্তান সহ স্বামী পরিত্যক্তা মহিলা

স্বামীর থেকে বিতাড়িত। মানসিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাপের বাড়ি ফিরেও নির্যাতনের মুখে অসহায় মহিলা। মা, ভাই, বাবার কাছে এসেও থাকার জায়গা না পাওয়ায় পুলিসের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। ঘটনা উলুবেড়িয়ার রথতলার।

Updated By: Dec 17, 2017, 12:16 PM IST
বাপের বাড়িতে চরম নির্যাতনের শিকার সন্তান সহ স্বামী পরিত্যক্তা মহিলা

নিজস্ব প্রতিবেদন : স্বামীর থেকে বিতাড়িত। মানসিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাপের বাড়ি ফিরেও নির্যাতনের মুখে অসহায় মহিলা। মা, ভাই, বাবার কাছে এসেও থাকার জায়গা না পাওয়ায় পুলিসের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। ঘটনা উলুবেড়িয়ার রথতলার।

বছর ছয়েক আগে মহিলাকে তাড়িয়ে দেয় তাঁর স্বামী। বাধ্য হয়ে মানসিক ভারসাম্যহীন পুত্রসন্তানকে নিয়ে বাপের বাড়ি ফিরে আসেন মহিলা। অভিযোগ, বাপের বাড়ি ফিরেও মা ও ভাইয়ের অত্যাচারের মুখে পড়তে হয় তাঁকে। প্রায়শই তাঁকে মারধর করা হত। বেশ কয়েকবার তাঁকে ঘর থেকে বেরও করে দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন, আজ মরশুমের শীতলতম দিন, জাঁকিয়ে শীত আগামী সপ্তাহেই

মুখ বুজেই সহ্য করছিলেন সব নির্যাতন। শনিবার নির্যাতন সীমা অতিক্রম করে যায়। অভিযোগ, শীতের রাতে তাঁকে ও তাঁর ছেলেকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় মা ও ভাই। এরপরই উলুবেড়িয়া থানার দ্বারস্থ হন নির্যাতিতা। পুলিস মহিলাকে বাড়িতে পৌঁছতে গেলে, পুলিসকেও হেনস্থার মুখে পড়তে হয়। শেষমেশ পুলিসি চাপের মুখে নির্যাতিতাকে ঘরে ফিরিয়ে নিলেও ফের ঘরছাড়া করার হুমকি দিয়েছে পরিবার।

.