গঙ্গায় ভেসে আসা ব্যাগের মধ্যে মিলল মহিলার 'টুকরো টুকরো' দেহ!

নিহত মহিলার পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিস।

Updated By: Jul 18, 2019, 12:28 PM IST
গঙ্গায় ভেসে আসা ব্যাগের মধ্যে মিলল মহিলার 'টুকরো টুকরো' দেহ!

নিজস্ব প্রতিবেদন : ব্যাগের মধ্যে ভেসে এল মহিলার টুকরো টুকরো দেহ। আজ সকালে হাওড়ার বালির জেটিয়া ঘাটে উদ্ধার হয় ব্যাগটি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ওই মৃতদেহের পরিচয় এখনও জানা যায়নি। নিহত মহিলার পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিস। এলাকাবাসী জানিয়েছেন, আজ সকালে গঙ্গায় ভেসে ব্য়াগটি। ব্যাগের চেন খুলতেই উপস্থিত সবাই আঁতকে ওঠেন। ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ। ব্যাগের মধ্যে থেকে টুকরো টুকরো অবস্থায় ওই মহিলার দেহ উদ্ধার হয়। ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় একটি ধারালো অস্ত্রও।

আরও পড়ুন, পড়শিদের মদতেই স্ত্রীর পরকীয়া, সন্দেহে ঘরের সামনে বিদ্যুতের তার বিছিয়ে খুন ৩ জনকে!

প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, কেউ ওই মহিলাকে খুনের পর প্রমাণ লোপাটের জন্য দেহ টুকরো টুকরো করে ব্যাগের মধ্যে ভরে গঙ্গায় ভাসিয়ে দেয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।

.