পুলিসের পাতা ফাঁদে মালদা মেডিক্যালের সামনে ধরা পড়ল জালনোট কারবারি
সাদা পোশাকে ওঁত পেতে অপেক্ষা করছিল জেলা পুলিসের বিশেষ দল। বৃথা গেল না পুলিসের প্রচেষ্টা। কুড়ি হাজার টাকার জাল নোট সহ এক যুবককে মালদা মেডিক্যাল কলেজের সামনে থেকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিস। ধৃত যুবকের নাম এমডি শারিফুল শেখ৷ বয়স ২৩ বছর।
Updated By: Dec 15, 2017, 06:34 PM IST