Arms Case: সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে অস্ত্র বিক্রির ছক! ভাটপাড়া থেকে গ্রেফতার যুবক

ধৃতের কাছে পাওয়া গেল রিভলভার ও কার্তুজ।

Updated By: Aug 1, 2021, 01:14 PM IST
Arms Case: সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে অস্ত্র বিক্রির ছক! ভাটপাড়া থেকে গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিবেদন: লুকিয়ে-চুরিয়ে নয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে অস্ত্র বিক্রির ছক!  ভাটপাড়া থেকে যুবককে গ্রেফতার করল কলকাতার মানিকতলা থানার পুলিস। ধৃতের কাছে পাওয়া গেল রিভলভার ও কার্তুজ।

জানা গিয়েছে,  ধৃতের নাম কিষাণ জয়স্বরা। বাড়ি, ভাটপাড়ার হরিশ চৌধুরী রোডে। দিন কয়েক আগে   Whatsapp ও ফেসবুকের একটি গ্রুপে অস্ত্র বিক্রি করতে চেয়ে পোস্ট দেয় কিষাণ। গোপন সূত্রে সে খবর পৌঁছে যায় মানিকতলায় থানায়। নজরদারি শুরু করে পুলিস। শেষপর্যন্ত গতকাল ভাটপাড়া থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। 

আরও পড়ুন:BJP Marathon:পুলিসের অনুমতি ছাড়াই অলিম্পিক্সের সমর্থনে ম্যারাথন BJP-র

পুলিস সূত্রে খবর, বেশ কয়েকটি পুরনো মামলায় অভিযুক্ত কিষাণ। তার বিরুদ্ধে ফের নতুন করে অস্ত্র আইনেও মামলা দায়ের করা হয়েছে। বছর চব্বিশের ওই যুবক একা নয়, সোশ্যাল মিডিয়ায় অস্ত্রের কারবারের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজন। ধৃতকে জেরা করে ইতিমধ্যেই কয়েকজনের নামও জানতে পেরেছেন তদন্তকারীরা। তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।

আরও পড়ুন:ডার্কওয়েবে দেওয়া হতো অর্ডার, কুরিয়্যার সার্ভিসের উপর নজর রাখতেই উদ্ধার বিপুল গাঁজা

গত মাসের গোড়ার দিকে ভরসন্ধেয় বেলায় গুলি চলেছিল থানার অনতিদূরে, ভাটপাড়া পুরসভার চত্বরে। অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন পুর-প্রশাসক হিমাংশু সরকার। আহত হন তাঁর সহকারী সৌরভ দাস। 

.