8

প্রকাশ্যে এক মহিলার মূত্রত্যাগে কেমন হল ভারতীয়দের প্রতিক্রিয়া? দেখুন ভিডিও

রাস্তাঘাটে যত্রতত্র, যখন তখন এবং সর্বোপরি সর্বসমক্ষে ভারতীয় পুরুষদের মূত্রত্যাগ অত্যন্ত পরিচিত দৃশ্য। 'এখানে মূত্র ত্যাগ করবেন না', যে দেওয়ালে এই নিষেধাজ্ঞা সেই দেওয়ালগুলিই সম্ভবত মূত্রের হলুদ ছোপ সব থেকে বেশি বহন করে। রাস্তায় কোনও পুরুষ হঠাৎ করে দাঁড়িয়ে মূত্রত্যাগ করছেন, এই দৃশ্য আমাদের সমাজে এতটাই প্রচলিত যে কেউই তা দেখে চমকান না। আমাদের প্রাত্যহিক জীবনে এ ঘটনায় আমরা এতটাই অভ্যস্ত যে, মাঝেমাঝে মনে হয় রাস্তায় পুরুষদের মূত্রত্যাগ, সবার সামনে জল খাওয়ার মতই এক্কেবারে স্বাভাবিক। কেউই কী কোনওদিন ভেবেছেন রাস্তাঘাটে ভীষণ প্রয়োজনে এক মহিলার মূত্রত্যাগের ইচ্ছা হলে তিনি কী করবেন? সুলভ শৌচালয়তো হাতেগোনা। কোথায় যাবেন তারা? আচ্ছা, ধরুন দৃশ্যটা একই থাকছে, শুধু বদলে যাচ্ছে লিঙ্গটা, মানে পুরুষের বদলে রাস্তায় সবার সামনে মূত্র ত্যাগ করছেন এক মহিলা, তাহলেও কী সবাই এতটা নির্লিপ্ত থাকবেন? যে কাজটা যতই অপরিচ্ছন্ন হোক না কেন, পুরুষদের জন্য তা ভীষণ স্বাভাবিক বলেই সবাই ধরে নেয়, সেই একই কাজ মেয়েরা করলে কেমন হবে তার প্রতিক্রিয়া?