জাপানে ভূমিকম্প

মিয়াগির প্রলয়ঙ্কারী ভূমিকম্প নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। এগারোই মার্চের দুঃসহ স্মৃতি এখনও টাটকা জাপানবাসীর মনে। মারণ জলোচ্ছ্বাস শুধু অগণিত মানুষের প্রাণ কেড়ে নেয়নি, প্রশ্ন তুলে দিয়ে গেছে পরমাণু কেন্দ্রগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে। প্রথমে তীব্র কম্পন। সেই তীব্র কম্পনের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই তীব্র জলোচ্ছ্বাস। যা ভাসিয়ে নিয়ে গেল রাস্তা ঘাট, জনপদ। ফুকুশিমার ভয়ঙ্কর ভূমিকম্পের ছবি চলে এলে বিভিন্ন দেশের টেলিভিশন চ্যানেলে। উপকূলবর্তী মিয়াগি কেঁপে উঠেছিল ভূমিকম্পের অভিঘাতে । রিখটার স্কেলে মাত্রা ছিল নয়। সেই ভূমিকম্পের অভিঘাতে মুছে গিয়েছে মিয়াগি সংলগ্ন জনপদ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একের পর এক