ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার

ইরাক থেকে পাকাপাকি ভাবে সরে গেল মার্কিন সেনা। সতেরো তারিখ বাগদাদে আয়োজিত একটি অনুষ্ঠানে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। তারপরই খুলে দেওয়া হয় ইরাক সীমান্ত। সেদিন সন্ধে থেকেই সরতে শুরু করে সেনা। তারপর রবিবার ভোরে মার্কিন সেনা বাহিনীর শেষ দলটি সীমান্ত পেরিয়ে পৌঁছয় কুয়েতের খাবরিতে। এরপরই খুশিতে ফেটে পড়েন সেনা সদস্যরা। একে ওপরকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান।