দেশজুড়ে ১ লাখ ৮০ হাজার মোবাইল সাইট তৈরি করল এয়ারটেল

আগামী দিনে আরও স্বচ্ছ নেটওয়ার্ক দিতে বদ্ধপরিকর টেলিকম সংস্থা এয়ারটেল। আর তাই দেশজুড়ে ১ লাখ ৮০ হাজার মোবাইল সাইট তৈরি করল তারা। গত ২ বছরে তারা এই টার্গেট অ্যাচিভ করেছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

Updated By: Apr 6, 2017, 06:52 PM IST
দেশজুড়ে ১ লাখ ৮০ হাজার মোবাইল সাইট তৈরি করল এয়ারটেল

ওয়েব ডেস্ক : আগামী দিনে আরও স্বচ্ছ নেটওয়ার্ক দিতে বদ্ধপরিকর টেলিকম সংস্থা এয়ারটেল। আর তাই দেশজুড়ে ১ লাখ ৮০ হাজার মোবাইল সাইট তৈরি করল তারা। গত ২ বছরে তারা এই টার্গেট অ্যাচিভ করেছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন- বেঙ্গালুরু পুলিসের টুইটারে প্রকাশ করা হল ৪৬ হাজার নাগরিকের ফোন নম্বর!

২০১৫ সালে তারা এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করে। সেই থেকেই কাজ শুরু হয়। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবর্ষের জন্য টার্গেট ছিল এই ১ লাখ ৮০ হাজার মোবাইল সাইট তৈরি করা। সংস্থার তরফে এর জন্য বরাদ্দ করা হয় ৬০ হাজার কোটি টাকা। এর ফলে এবার তাদের শক্তি আগের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে গেল বলে দাবি এয়ারটেলের।

জিও-র ফ্রি অফারকে টেক্কা দিতে ইতিমধ্যেই বাজারে বেশকিছু অফার ছেড়েছে এয়ারটেল। সেই অফারকে আরও মজবুত করতেই নাকি এই উদ্যোগ তাদের। বর্তমানে দেশের ২২টি টেলিকম সার্কেলেই 3G ও 4G নেটওয়ার্ক রয়েছে এয়ারটেলের। 

.