সবচেয়ে আকর্ষক আনলিমিটেড ফ্রি কলের অফার নিয়ে এল এয়ারটেল

ভারতী এয়ারটেল নিয়ে এল নতুন দুটি পোস্টপেড প্ল্যান। প্ল্যানের নাম 'মাই প্যান এনফিনিটি'। যে প্ল্যানে মাসে মাত্র ১,১৯৯ টাকার বিনিময়ে গ্রাহকরা পাবেন আনলিমিটেড ফ্রি কলের সঙ্গে এক জিবি থ্রি জি/ফোর জি ডেটা, প্রতিদিন ফ্রি ১০০টা এসএমসএস  এবং Wynk Music and Wynk Movies।  

Updated By: Aug 5, 2016, 12:56 PM IST
সবচেয়ে আকর্ষক আনলিমিটেড ফ্রি কলের অফার নিয়ে এল এয়ারটেল

ওয়েব ডেস্ক: ভারতী এয়ারটেল নিয়ে এল নতুন দুটি পোস্টপেড প্ল্যান। প্ল্যানের নাম 'মাই প্যান এনফিনিটি'। যে প্ল্যানে মাসে মাত্র ১,১৯৯ টাকার বিনিময়ে গ্রাহকরা পাবেন আনলিমিটেড ফ্রি কলের সঙ্গে এক জিবি থ্রি জি/ফোর জি ডেটা, প্রতিদিন ফ্রি ১০০টা এসএমসএস  এবং Wynk Music and Wynk Movies।  

আরও পড়ুন- এবার ৮০ টাকাতেই পাবেন ১ GB ৪জি ডেটা ও ফ্রি কল

পাশাপাশি থাকছে ১,৫৯৯ টাকার প্ল্যান। যাতে লোকাল,এসটিডি আর ন্যাশানাল রোমিং সহ যাবতীয় আনলিমিটেড ভয়েস কলিং এবং ৫ জিবি থ্রি/ফোর জি ডেটা প্রতিদিন ফ্রি ১০০টা এসএমসএস  এবং Wynk Music and Wynk Movies।

আরও পড়ুন-আনলিমিটেড মোবাইল ইন্টারনেট, ৯০ দিন ফ্রি কল, শুধুমাত্র রিলায়েন্স জিও 4G-তেই

এয়ারটেলে এই সমস্ত জিনিস আলাদা আলাদা করে নিলে পোস্ট পেডে খরচ ২ হাজার ছাড়ায়।

আরও পড়ুন- ব্রন্ডব্যান্ড গ্রাহকদের জন্য ফ্রি ভয়েস কলিং প্যাক নিয়ে এল এয়ারটেল

.