৭ দিনের মধ্যে এই কাজটা না করলেই ইনকামিং কল বন্ধ করে দেবে Airtel

সোমবার তাদের এই নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করল Airtel।

Updated By: Jul 30, 2019, 05:22 PM IST
৭ দিনের মধ্যে এই কাজটা না করলেই  ইনকামিং কল বন্ধ করে দেবে Airtel

নিজস্ব প্রতিবেদন : প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি শেষের ৭ দিনের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হয়ে যাবে ইনকামিং কলের পরিষেবা। সোমবার তাদের এই নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করল Airtel।

 

ওয়াকিবহাল মতে, ভারতে Reliance Jio-এর রমরমার মুখে বাজার ধরে রাখতেই এই সিদ্ধান্ত নিল Airtel। রিচার্জ ভ্যালিডিটি পেরিয়ে যাওয়ার ৭ দিনের মধ্যে রিচার্জ না করলে ইনকামিং কলের পরিষেবা বন্ধ হয়ে যাবে। এর আগে এই সময়সীমা ছিল ১৫ দিন। তবে, গ্রাহকরা যাতে দ্রুত রিচার্জ করেন তাই এই সময়সীমা কমিয়ে আনল এয়ারটেল।

অন্য দিকে এই নিয়ম চালু করার পেছনে আরেকটি যুক্তিও পাওয়া যাচ্ছে। ভারতে জিও-এর পরিষেবা চালু হওয়ার পরে অনেকেই তাদের  Airtel এবং Vodafone Idea-এর সিম ব্যবহার করা বন্ধ করে দেয়। বদলে কম খরচে ব্যবহার করা শুরু করে জিও-এর সিম। কিন্তু ইনকামিং কলের জন্য অনেকেই দ্বিতীয় সিম হিসাবে Airtel এবং Vodafone Idea-এর সিম রেখে দেয়। সেই সিমে পুরানো নম্বর ব্যবহার করে ইনকামিং কলের সুবিধা নিয়ে থাকেন। কিন্তু কোনও রিচার্জ করেন না। এর ফলে, লোকসানের মুখে পড়ছিল সংস্থাগুলি। এই কারণেই এই নতুন নিয়ম চালু করল এয়ারটেল। 

 

 

.