আপনি কতটা খুশি আছেন, বলে দেবে Amazon এর Halo ব্যান্ড! জানেন দাম কত?
বৃহস্পতিবারই সেই "হেলো" ব্যান্ড প্রকাশ্যে এনেছে Amazon
নিজস্ব প্রতিবেদন: আচ্ছা কেউ যদি সবসময় আপনার কণ্ঠস্বর শুনে বলে দেয়, আপনি কতটা খুশি আছেন? তাহলে কেমন হয়। স্বপ্ন নয় একেবারে সত্যি। আর্টিফিশিয়াল ইন্টালিডেন্স-সহ এমনই ব্যান্ড নিয়ে এল Amazon।
বৃহস্পতিবারই সেই "হেলো" ব্যান্ড প্রকাশ্যে এনেছে Amazon। যা আওয়াজ শুনেই সে বলে দেবে আপনি কতটা খুশি। অর্থাৎ আপনার শারীরিক ও মানসিক, দুই স্বাস্থ্য সম্পর্কেই আপনাকে ওয়াকিবহাল রাখবে হেলো। ৬ মাসের মেম্বারশিপ-সহ এখন ব্যান্ডটি আমেরিকায় মিলছে ৫ হাজার ৭৯০ টাকায়। কিন্তু সীমিত সময়ের পরেই ব্যান্ডটির দাম হবে ৭ হাজার ৩৫০ টাকা। তার সঙ্গে প্রতি মাসে মেম্বারশিপ বাবদ দিতে হবে ২৯৫ টাকা।
শরীরে ফ্যাটের মাপ-সহ কতক্ষণ হাঁটছেন, কতক্ষণ দৌড়াচ্ছেন সব বলে দিতে পারে এই ব্যান্ড। তবে অত্যাধুনিক এই কণ্ঠস্বরের বিষয়টি। আপনার কণ্ঠস্বর অনুযায়ী আপনি কখন দুঃখী, কখনইবা খুশি। সব থাকবে ব্যান্ডের নাগালে। তবে গ্রাহকরা তাঁদের ইচ্ছেমতো মাইকটিকে সক্রিয় ও নিষ্ক্রিয়ও করতে পারবেন।
আরও পড়ুন: দুর্দান্ত ক্যামেরা, সুপার ফাস্ট চার্জিং-সহ বাজরে আসছে Realme 7!